******** "আল্লাহর মাইরের আওয়াজ নাই" ********
লিখেছেন লিখেছেন আল মুহাজির শাইখ ১২ মে, ২০১৩, ০২:৪১:৫৮ দুপুর
শিরোনামটির সত্যতা ও যথার্থতা আমার জীবনে কতবার প্রমাণিত হয়েছে তা হিসেব করে বলতে পারবো না। আল্লাহ তা'আলা মাঝে মাঝে এমন নীরব কৌশল অবলম্বন করেন যে, বাতিল এই "নীরবতা" আতঙ্কে যারপর নাই আকুণ্ঠ হয়ে চরম দুশ্চিন্তার আযাবে ধুঁকতে থাকে। এমনই একটি অভিজ্ঞতা অর্জন করতে চলেছি আবার।
হঠাৎ করে বারুদের মত ঝলসে ওঠা "হেফাজতে ইসলাম" নিমিষেই নিষ্ক্রীয় হয়ে যেতে পারে তা কোনভাবেই মানতে পারছে না প্রশাসন। তাদের ধারণা, "হেফাজতে ইসলাম" ঘুরে দাঁড়ানোর জন্য এমন সূক্ষ্ম কৌশল অবলম্বন করতে যাচ্ছে, যা সামাল দেওয়া হয়তো প্রশাসনের পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে। এ নিয়ে চলছে সরকার ও সরকারী আমলাদের মাঝে ব্যপক জল্পনা-কল্পনা।
গত কয়েকদিন আগে "হেফাজতে ইসলাম" এর নিউজ আপডেটের দায়িত্ব পালন করতে গিয়ে পরিচিত হই কয়েকজন ইসলামপন্থী সেনাসদস্য, বিজিবি ও কতিপয় সরকারী কর্মকর্তার সাথে। মোবাইলে অত্যন্ত নিষ্ঠার সাথে তারা অন্দরমহলের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে আন্তরিকতার সাথে সাহায্য করেছিলেন। ৫ই মে মধ্যরাতে "অপারেশন সার্চ লাইট" এর অগ্রিমবার্তা ও শেষ রাতে পিলখানা বিজিবি ক্যাম্পে লাশের স্তুপ সাঁজানোর সংবাদগুলো তাদের কল্যাণেই প্রাপ্ত। কালো রাতের পর আমার বেশির ভাগ সহকর্মীর মোবাইল বন্ধ থাকায় তারা (সেনা, বিজিবি ও অন্যান্যরা) গত কয়েকদিন যাবত আমাকে বারবার ফোন করতে থাকেন।
ঘুরেফিরে প্রত্যেকের মুখে একই প্রশ্নঃ
হেফাজতের পরবর্তী কর্মসূচী কী?
গণহত্যার প্রতিবাদে আপনারা কী করতে যাচ্ছেন?
কেন এ বিষয়ে সরকারের সাথে আপনাদের কোন বৈঠক নেই?
কেন সাংবাদিক সম্মেলন করে আপনারা কিছু বলছেন না?
ইত্যাদী ইত্যাদী।
আমি শুধু এতটুকু বলে আসছি বারবার, আমীরে মুহতারাম কিছু না বলা পর্যন্ত আমরা নিজ থেকে কিছু বলতে পারবো না। তবে এতটুকু মনে রাখবেন, সরকারের সাথে কোন সমঝোতা কিংবা আপোস হবে না। এমনকি এই গণহত্যা ও 'ইতিহাস কলঙ্কিত' নিষ্ঠুরতার কোন বিচারও দুনিয়াতে কারো কাছে চাওয়া হবে না। ফায়সালা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে আছে। পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ও অনাগত জালিমদের জন্য দৃষ্টান্তমূলক। ..............। .............। ইত্যাদী.....।
এসব জবাব শুনে যেন তাদের দুশ্চিন্তা আরো কয়েক দফা বেড়ে যায়। আবারো কিছুক্ষণ পর ফোন। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করে বসলাম, কেন? কী হয়েছে? হঠাৎ এ বিষয়ে আপনাদেরকে এত উদ্বিগ্ন মনে হচ্ছে?
জবাবে বলে, রাতদিন শুধু আমাদের ক্যাম্পে একটাই আলোচনা। হেফাজত, হেফাজত আর হেফাজত। সত্য সংবাদগুলোর পাশাপাশি যুক্ত হয় আরো কিছু গুজব। পুরো বিষয়টি ঘোলাটে হতে থাকে। বাড়তে থাকে সংশয় আর উদ্বেগ। ফলে দেশ যে কোথায় যাচ্ছে তা একজন নাগরিক হিসেবে অতপর সেনাকর্মী হিসেবে জানা থাকাতো খুবই জরূরী।
সুযোগে একবার জিজ্ঞাসা করে ফেলেছিলাম, "সেনা অভ্যুত্থান" এর কোন আভাস কি আছে? উত্তরে যা বললেন তা প্রকাশ না করাটাই নিরাপদ মনে করি।
যাহোক, এক পর্যায়ে বাধ্য হয়ে মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যাই। কিন্তু রক্ষা নেই।
যখনই আমীরে মুহতারাম আল্লামা আহমাদ শফী হাফিযাহুল্লাহ হরতাল প্রত্যাহার করে নিলেন তখন যেন সরকারের মাথার উপর আকাশ ভেঙ্গে পড়লো। এবার তারা নিশ্চিত হতে পেরেছে যে, অবরোধের পূর্বে হেফাজতের কর্মকাণ্ডগুলো যেমন প্রকাশ্য ছিলো, বর্তমানে তেমনই গোপনীয়তার সহিত এগুচ্ছে। নিশ্চয়ই হরতাল প্রত্যাহারের মাধ্যমে হেফাজত Super secret hardline-এ চলে গেছে। ফলে সরকারী নির্দেশে প্রত্যেক সামরিক বাহিনীর বিশেষ গোয়েন্দা বিভাগের চোখে ঘুম নেই। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তারা কিছু খুঁজে পাচ্ছে না। কিন্তু নিশ্চিত কিছু না কিছু আছে। গোয়েন্দারাও পড়েছে দারুণ বিপাকে। যদি রিপোর্ট করে যে, কিছু পাওয়া যায় নি তাহলে এটা হবে লজ্জাজনক। আর যদি রিপোর্ট পেশ করার পর কিছু ঘটেই যায় তাহলে তো সামরিক আইনে বিচার।
আরো যে কত কিছু ঘটে চলেছে তা আল্লাহ তা'আলাই ভালো জানেন।
আমি শুধু এতটুকুই বলতে চাই, যারা সেদিন শহীদ হয়েছেন তারা সরাসরি জান্নাতী হয়ে গেছেন। তাদের কোন চিন্তা নেই। আর যারা আহত হয়েছেন তারও দ্বীনের স্বার্থে এতটুকু কোরবানী করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তাদের অন্তরে কোন আফসোস নেই। আর যারা অক্ষত রয়ে গেছেন তারাও দুআ ও ইবাদাতের পাশাপাশি একদম স্বাভাবিক জীবন যাপন করে চলছেন। হেফাজতের কোন নেতা-কর্মী-সমর্থকদের কেউ বিচ্ছেদের সাময়িক আক্ষেপ ব্যতীত কোনরূপ কষ্টে নেই। পক্ষান্তরে সরকার!!! সরকারের দালালরা!!! দিনের পর দিন এবং রাতের পর রাত নির্ঘুম কাটাচ্ছে। স্বস্তির পরিবর্তে বেড়েই চলছে দুশ্চিন্তা, হীণমন্নতা ও অজানা আতঙ্কের এক ভয়াবহ কালো ছায়া।
এটাই আল্লাহর আযাব। আখেরাতের আযাবের পূর্বে দুনিয়াতেই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তারও পূর্বে রয়েছে দুশ্চিন্তা আর অস্বস্তি।
ربنا لا تؤاخذنا بما فعل السفهاء منا
হায় আল্লাহ! আমাদের মাঝে অবস্থিত কতিপয় বেকুবের জুলুমের কারণে আমাদের সবাইকে তুমি আযাবে পাকড়াও করিও না। আমীন।
বিষয়: রাজনীতি
১৭৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন