ছড়া: পাব কবে সু-প্রভাত?

লিখেছেন লিখেছেন কূটনী ০২ জুলাই, ২০১৫, ০৩:৩৫:২৯ রাত

দিশে হারা এ জাতীর

মন জুড়ে হতাশা,

আলোকের দেখা নেই

মুক্তির ও নেই আশা।

সময়ের তালে তালে

বাড়ে দ্বিধা দন্দ্ব

দলে দলে ভাগাভাগি

পতনের ই ছন্দ।

গরীবের দিন কাটে

মনে নিয়ে কষ্ট,

চেহারায় হতাশার

দেখা পাই পষ্ট।

কত দিন গত হলো

পার হলো কত রাত,

আঁধারের বাধ কেটে

পাব কবে সুপ্রভাত?

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328252
০২ জুলাই ২০১৫ রাত ০৪:০০
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File