প্রদেশের বেশে দেশ উল্লাসে ভাসছে....
লিখেছেন লিখেছেন কূটনী ২৮ মে, ২০১৫, ০৫:৫৭:৩৩ বিকাল
সব দিকে আলোচনা মন্ত্রী আসছে
প্রদেশের বেশে দেশ উল্লাসে ভাসছে।
কেন্দ্রিয়মন্ত্রী - তাই এত উচ্ছাস
স্বাধীনতা আজ বুঝি শুধু এক ইতিহাস!
সরকার ও বিরোধীরা সব আজ একদল
কেন্দ্রিয় মন্ত্রীর আছে যেন কত বল!
মন্ত্রীর মন পেতে দিতে পারে তারা সব
কে দেবে কত তারে, তাই নিয়ে কলরব!
মন্ত্রীকে কাছে টানে কেউ হাত বাড়িয়ে
কেউ তাকে কাছে পেয়ে নেয় বুকে জড়িয়ে
বলে দাদা সাথে থেক, দেব সব পুষিয়ে!
একবার দেখ মোরে ক্ষমতাতে বসিয়ে!
দাদাদের আদেশে এই দেশ চলছে
সিমান্তে স্বাধীনতা কাটা তারে ঝুলছে।
স্বাধীন না পরাধীন জটলা টা লাগছে
উত্তর খুজে পেতে মাথা শুধু ঘুরছে!
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলার ভবিস্যৎ ইতিহাসে এরা মীর জাফর হিসেবেই আবির্ভাব হবে, এতে কোন সন্দেহ নেই। ক্ষমতার কি দূর্লালুচ, ক্ষমতা মদের থেকেও বড় নেশা।
মন্তব্য করতে লগইন করুন