তবুও মিছিলে যেতে কর না বারন...

লিখেছেন লিখেছেন কূটনী ১৪ নভেম্বর, ২০১৩, ০২:৪৫:৪৭ দুপুর

হয়তো মিছিলের পথেই গ্রেফতার হবে তোমার ছেলে

ডিবি-র‍্যাব পরিচয়ে কেউ তারে করে দেবে গুম,

হয়তো অন্ধকার কারা প্রকোষ্ঠে কাটাবে সময়

দিন-মাস-বছর কেটে যাবে বিষন্ন নির্ঘুম...

তবুও মিছিলে যেতে কর না বারন।

হয়তো জালিম হামলে পড়বে আমাদের মিছিলে

নিরস্ত্র ভাইদের উপর চালাবে নির্মম অত্যাচার,

হয়তো মিডিয়া ধামাচাপা দিয়ে যাবে সবই

কিংবা হলুদ সাংবাদিকেরা চালাবে মিথ্যাচার...

তবুও মিছিলে যেতে কর না বারন।

হয়তো রিমান্ডে নিয়ে চালাবে অকথ্য নির্যাতন

ঝুলিয়ে রাখবে উল্টো করে, থেঁতলে দেবে শরীর,

হয়তো প্লাস দিয়ে উপরে ফেলবে পায়ের নখ

থানায় নিয়ে গুলি করে পা দুটি করে দেবে স্থবির...

তবুও মিছিলে যেতে কর না বারন।

হয়তো সষস্ত্র পুলিশেরা আসবে তেড়ে

লাঠি, টিয়ারসেল কিংবা স্টেনগান হাতে,

হয়তো একটা গুলি হঠাত করে

নিশানা পাবে খুজে আমার দেহে...

তবুও মিছিলে যেতে কর না বারন।

যদি আমি চলে যাই না ফেরার দেশে

যদি আর না হয় দেখা তোমার বদন,

আমায় নিয়ে ভেব না মাগো, দেখা হবে জান্নাতে

খোদার ভালোবাসায় হেথা কাটাবো জীবন...

তবুও মিছিলে যেতে কর না বারন...

মাগো, তবুও মিছিলে যেতে কর না বারন।

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File