লাশের মিছিলে......
লিখেছেন লিখেছেন কূটনী ১২ মে, ২০১৩, ০৫:০৯:৩১ বিকাল
নিত্য লাশের খবর আসে, লাশের মিছিলে আজ দীর্ঘ সাড়ি
বিশ্বাস করুন এ আমার দেশ নয়, এ যেন এক মৃত্যুপুরি!
আটাশ অক্টোবর শুরু হওয়া এ মিছিল শুধুই সামনে চলে
এগিয়ে যায় দ্রুত, এ পথ সে পথ ঘুরে পিলখানা হয়ে....
আটাশ ফেব্রুয়ারি লাশ পরে সাড়া দেশে,
লাশ পরে তাজরিনে, রানা প্লাজায় সাভারে...
তাজা-পচা লাশে ওদের ভরে না উদোর,
নতুন লাশ শিকারে হামলে পরে শাপলা চত্বরে...
লাশের মিছিল দেখতে দেখতে আজ চোখেরা হয়েছে অভ্যস্থ
চোখ থেকে আজ আর পানি ঝরেনা – তারা হয়না তটস্থ!
অবশেষে আজ হিংস্র চোখ দুটি খুজে ফেরে নতুন লাশ...
লাশ দেখেই তৃপ্তি পেতে চায় চোখেরা, করতে চায় উল্লাস!
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন