পিতার বাহুডরে কন্যারা
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ১৬ এপ্রিল, ২০১৫, ১১:১৮:২২ সকাল
এই সম্পর্কটা আরো মধুর হতে পারতো যদি, স্বাধীনতা থাকতো। আরো ন্সেহ মায়া-মমতায় ভরা থাকতো যদি, হাতে হাতকড়া না থাকতো। এই স্থির চিত্রটিতে দু’কন্যা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকা পিতা আজ বন্দীশালায়। অপরাধ? জামায়াত! রেলমন্ত্রীর ভোটার না? কিছুক্ষণ পর আর দেখা হবেনা তার সন্তানদের সাথে আবার কন্যারাও দেখবেনা তার বাবাকে। হয়তো আদালত থেকে বাড়ীর যাবার পথে দু’শিশু মাকে প্রশ্ন করবে ‘মা‘ বাবা বাড়ী যাবেনা? বাবাকে নিয়ে আসলে না কেন? আমরা বাবার কাছে যাবো? এর উত্তরে অসহায় মা হয়তো ছলনার আশ্রয় নিবে!
সর্বদলীয় পিতাদের মঙ্গল কামনা করি।
(ফেইসবুক থেকে)
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন