এখন আমি ‘ফটিক’

লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ২২ মার্চ, ২০১৫, ১১:৩৪:১৪ সকাল



মহিলা ইন্দোনেশিয়ান, air hostess, বয়স প্রায় ৪৫+ বছর। প্লেনে আমার বউ কফি খেতে চেয়েছিলো। মহিলাকে কফির জন্য বলেছিলাম। আমার মনে হয়েছিলো সম্ভবত উনি অনেকক্ষণ ধরেই আমাদেরকে খেয়াল করছিলেন। কারণ উনি আমাদের অংশেও দায়িত্বে ছিলেন। যাই হোক, কফি চেয়েছিলাম, কফি দিয়ে উনি প্রশ্ন করেছিলেন, "Where are you from?"

উনার প্রশ্ন শুনে মনে মনে ভাবলাম, "মহিলা বোকা নাকি? ঢাকা airport থেকে আমরা সব্বাই উঠেছি। আমার চেহারা রংঢং দেখেও কি বুঝতে পারছে না আমি বাংলাদেশী?" আমি বললাম, "I'm from Dhaka. I'm Bangladeshi." সাথে সাথে উনি নম্রতার সাথে অবাক হয়ে দ্রুত বললেন, "Then why are you so polite!?" (Shiblee Mehdi থেকে)

এক সময় এমনই ছিলাম। যেমনটি উপরের বাস্তব ঘটনায় উঠে এসেছে। ঐ ঘটনার সারর্মম এই রকম, ইন্দোনেশিয়ান air hostess মহিলার চোখে এই পযর্ন্ত কোন বাংলাদেশী তার সাথে ভালো আচরন করে নাই। কারন তার সার্ভিসে হয়তো কোন ভূলের কারনে বাঙালীদের কাছ থেকে গাল মন্দ শুনতে হয়েছে। ঠিক যেমনটি আমিও করতাম না। এতো শক্তি সামর্থ ছিল যে কেউ কোন বির্তকীত বিষয় কিংবা আমার আস্থা বিশ্বাস নিয়ে কথা বলেছে, অথবা আমার চাহিদা মোতাবেক কোন রেস্তোরারর কর্মচারি সার্ভিস দিতে ব্যর্থ হয়েছে ঠিক তখনি আমার থেকে গালি বা শাস্তি খেতে সামর্থ্য করতে বাধ্য করেছি তাকে বা তাদেরকে।

শুধু কি তাই প্রতিটি ইটের জবাব পাথরে দিয়েছি। কিন্তু এখন, এখন আমি এক ফটিক! সেই তারুণ্য আর উচ্ছাস্ থাকলেও এখন আমি আর আগের মতো নেই। সময়ে আমাকে অনেক পরিবর্তন করেছে। শুধু তাই নয়, কেউ যদি আমার উপরের অভ্যাস গুলো ছাড়াও খারাপ লাগে এমন কাজ করে তখন আমি, এখনের আমি হয়ে যাই। কারন আমি জেনেছি মন্দের জবাব ভালো দিয়ে দিতে আর ধর্য্য ধারন করতে। আমার জীবনের বড় একটি অংশ হচ্ছে এখন বাস্তবতা। আমি একজন ‘ফটিক’, ছুটিহীন “ফটিক”।

বিষয়: বিবিধ

১২৮০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310419
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৪০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! ফটিক বাবু আপনার লেখা পড়ে ভাল লাগল।
310422
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৫০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : জাজাকাল্লাহ "
আল্লাহ আপনাকে আরো বেশী ধৈর্য ধরে নিজের জীবনকে পরিপাটি করার তওফিক দিক
আপনার লেখাটা সত্যি ভাল লাগলো
310425
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:০৪
এ,এস,ওসমান লিখেছেন : আমি একজন ‘ফটিক’, ছুটিহীন “ফটিক”।

ভাল লেখেছেন। আলহামদুল্লিলাহ
310431
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:৪৮
আব্দুল গাফফার লিখেছেন : লেখাটি পড়ে খুব ভাল লাগলো , Good Luck Good Luck
310433
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:৫০
দ্য স্লেভ লিখেছেন : সত্য তুলে ধরেছেন। বাঙ্গালীরা ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার চেষ্টা করে। অবশ্য সকলে সমান নয়
310443
২২ মার্চ ২০১৫ দুপুর ০১:২৯
মু নূরনবী লিখেছেন : এ গুণটাইতো আপনার সবচে বড় বিষয়..কয়জনেই বা এটা লালন করতে পারে?
310456
২২ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৫
আবু জান্নাত লিখেছেন : সুন্দর একটি বিষয় উল্যেখ করেছেন, অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
251644
গ্রীণ ওয়ে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
310467
২২ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩২
মাসুদ রানা লিখেছেন : অনেক ভাল লাগলো কিন্তূ শেষের দিকে একটু খাপছাড়া মনে হল। যা হক সুন্দর উপস্থাপন
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
251643
গ্রীণ ওয়ে লিখেছেন : পরামর্শ গ্রহন করলাম।
310486
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : সুন্দর উপস্থাপন। ভালো লাগলো।
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
251642
গ্রীণ ওয়ে লিখেছেন : ধন্যবাদ
১০
310518
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৫৮
আবু জারীর লিখেছেন : খুব ভালো কিন্তু আমি এখনও নিজেকে পুরাপুরি বদলাতে পারিনি। অন্যায় দেখলে সহ্য করতে পারিনা। একদম পারিনা। প্রিতবাদ করা আমার মজ্জাগত অভ্যেস।
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
251641
গ্রীণ ওয়ে লিখেছেন : আমিতো প্রতিবাদ করতে না করি নাই। তবে অনেক ক্ষেত্রে চুপ থাকলেও কাজ হয়ে যায়।
১১
310524
২২ মার্চ ২০১৫ রাত ০৯:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার মা ছোট বেলা বলতেন, "কেউ যদি তোমাকে মারে, তুমিও তাকে উল্টো মারতে যেওনা, বরং নীরবে চলে আসবে, পারলে সরি বলে তোমা দোষ না থাকলেও সরি বলবে।

মায়ের কথা সব সময় পালন করতে না পারলেও আপনার ভালমানুষির কথা শুনে পালন করতে সহজ হবে।
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
251639
গ্রীণ ওয়ে লিখেছেন : তাহলেতো আমি সার্থক এ জনমে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File