এখন আমি ‘ফটিক’
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ২২ মার্চ, ২০১৫, ১১:৩৪:১৪ সকাল
মহিলা ইন্দোনেশিয়ান, air hostess, বয়স প্রায় ৪৫+ বছর। প্লেনে আমার বউ কফি খেতে চেয়েছিলো। মহিলাকে কফির জন্য বলেছিলাম। আমার মনে হয়েছিলো সম্ভবত উনি অনেকক্ষণ ধরেই আমাদেরকে খেয়াল করছিলেন। কারণ উনি আমাদের অংশেও দায়িত্বে ছিলেন। যাই হোক, কফি চেয়েছিলাম, কফি দিয়ে উনি প্রশ্ন করেছিলেন, "Where are you from?"
উনার প্রশ্ন শুনে মনে মনে ভাবলাম, "মহিলা বোকা নাকি? ঢাকা airport থেকে আমরা সব্বাই উঠেছি। আমার চেহারা রংঢং দেখেও কি বুঝতে পারছে না আমি বাংলাদেশী?" আমি বললাম, "I'm from Dhaka. I'm Bangladeshi." সাথে সাথে উনি নম্রতার সাথে অবাক হয়ে দ্রুত বললেন, "Then why are you so polite!?" (Shiblee Mehdi থেকে)
এক সময় এমনই ছিলাম। যেমনটি উপরের বাস্তব ঘটনায় উঠে এসেছে। ঐ ঘটনার সারর্মম এই রকম, ইন্দোনেশিয়ান air hostess মহিলার চোখে এই পযর্ন্ত কোন বাংলাদেশী তার সাথে ভালো আচরন করে নাই। কারন তার সার্ভিসে হয়তো কোন ভূলের কারনে বাঙালীদের কাছ থেকে গাল মন্দ শুনতে হয়েছে। ঠিক যেমনটি আমিও করতাম না। এতো শক্তি সামর্থ ছিল যে কেউ কোন বির্তকীত বিষয় কিংবা আমার আস্থা বিশ্বাস নিয়ে কথা বলেছে, অথবা আমার চাহিদা মোতাবেক কোন রেস্তোরারর কর্মচারি সার্ভিস দিতে ব্যর্থ হয়েছে ঠিক তখনি আমার থেকে গালি বা শাস্তি খেতে সামর্থ্য করতে বাধ্য করেছি তাকে বা তাদেরকে।
শুধু কি তাই প্রতিটি ইটের জবাব পাথরে দিয়েছি। কিন্তু এখন, এখন আমি এক ফটিক! সেই তারুণ্য আর উচ্ছাস্ থাকলেও এখন আমি আর আগের মতো নেই। সময়ে আমাকে অনেক পরিবর্তন করেছে। শুধু তাই নয়, কেউ যদি আমার উপরের অভ্যাস গুলো ছাড়াও খারাপ লাগে এমন কাজ করে তখন আমি, এখনের আমি হয়ে যাই। কারন আমি জেনেছি মন্দের জবাব ভালো দিয়ে দিতে আর ধর্য্য ধারন করতে। আমার জীবনের বড় একটি অংশ হচ্ছে এখন বাস্তবতা। আমি একজন ‘ফটিক’, ছুটিহীন “ফটিক”।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে আরো বেশী ধৈর্য ধরে নিজের জীবনকে পরিপাটি করার তওফিক দিক
আপনার লেখাটা সত্যি ভাল লাগলো
ভাল লেখেছেন। আলহামদুল্লিলাহ
মায়ের কথা সব সময় পালন করতে না পারলেও আপনার ভালমানুষির কথা শুনে পালন করতে সহজ হবে।
মন্তব্য করতে লগইন করুন