বুলেটের শক্তির চেয়ে শহীদের রক্তের শক্তি অনেক বেশী : আর যাই হোক যে কোন পরিনতির জন্য আমি প্রস্তুত
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:২১:২৩ রাত
প্রতিদিন মৃত্যুকে কল্পনা করে ঘুমাতে হয়। আজ ৬দিন আমার ঘূম নেই। সারা রাত জেগে থাকি এক অজানা অতঙ্কে। গত কাল ৬জানুয়ারীর সমকাল পত্রিকা পড়ে জানতে পারলাম আমার নাম আছে ডিবি পুলিশের তালিকায়। বিশেষ অভিযানে জন্য। এমনিতে একজন সহ যুদ্ধাকে হারিয়ে হতবম্ব। তার শোক কাটাতে খূব চেষ্টা করেও হেরে যাচ্ছি নিজের কাছে। যখন চোখ বুজি তখনই তার রক্তমাখা লাশটি ভেসে আসে আমার সামনে। তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। ওরাকি জানতো না এই মাথায় কোরআন আর হাদিস রয়েছে। এই মাথা দিয়েইতো আল্লাহ শ্রেষ্টত্ব ঘোষনা করে সিজদা দিয়ে। এই মগজ গুলোতো আলোর দিশারী, পথহারা পথিকের সঠিক নিশানা। প্রিয় ভাইটিকে হারিয়ে আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যে ভাইটি নিজের বড় ভাইয়ের মতো করে সেবা যত্ন করতো সে আজ অনেক দূরে, না ফেরার দেশে। ভাবতে কেমন লাগে। অবাক হই যখন শুনি ভাই অামার তথাকথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মা-বাবার সামনে থেকে প্রিয় সন্তানকে তুলে নিয়ে ৩ঘন্টার ব্যবধানে প্রাণহীন দেহে পরিণত করলো। আসলে ওরা মানুষ হতে পারে না। আর যাই হোক যে কোন পরিনতির জন্য আমি প্রস্তুত। আল্লাহ সহায়।
বিষয়: বিবিধ
১৮৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের সকলের এটা বুঝা উচিত। অমানুষ যখন হিংস্র হয়, হত্যা করে - তখন ন্যাচারালী তাদের হিংস্রতাকে ধ্বংশ করে দেয়।
জন্তু জানোয়ারকে হিউম্যান রাইটস্, রুলস অব ল, ইথিক্স এসব ধারনা দেবার কোন মানে হয় না। দরকার ও হয়না।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : বকাঝোকা করেন ক্যান? আল্যার কাছে বিচার দিন, মোনাজাত করুন। দেখেন আল্যার মুরোদ কত??আমরা আল্লাহর মুরোদ নিয়ে চিন্তিত নয়। আমরা চিন্তিত আপনার জন্য, সকল অপরাধীর জন্য, সকল খুনীর জন্য তা সে সরকারের আবরনে হোক, পুলিশের ড্রেস এর পেছনে লুকিয়ে হোক। সকল মিথ্যাবাদী ও প্রতারকের জন্য।
আমাদের দুঃখ হয় - আপনারা না পারছেন রোগ শোক দুঃখ জয় করতে, না পারছেন যৌবন ধরে রাখতে, না পারছেন নিজের কিংবা নিজের সমমনাদের মৃত্যু ঠেকাতে।
আর আমরা জানি অন্যায়ভাবে আমি হত্যার শিকার হলে - আমি নিশ্চিত বেহেস্ত পাব। এ জন্য আমার মিনিমাম হতে মেক্সিমাম যে ইভিডেন্স ও লজিক দরকার তা আমার কাছে আছে। কিন্তু আপনার কাছে কোন ইভিডেন্স নেই অন্যায়কারী তার মৃত্যুর পর কোনভাবেই 'দোযখে' যাবেনা।
আমরা ফ্যাক্টস ফিগার ও ইভিডেন্স এর মধ্যে, আপনি ফ্যাক্টস ফিগার ও ইভিডেন্স বিহীন ফ্যাংগাস শ্রেনীর মধ্যে। এটাই পার্থক্য। কিন্তু আপনি বুঝবেন না। আপনার বোঝার কথাও না।
তারপর ও সবসময়ের জন্য আহ্বান থাকবে - নিজের বিবেক বোধ কে কাজে লাগান। আশপাশ এ দেখুন এবং চিন্তা ভাবনা করুন এবং আরো আরো বেশী করে পড়ালিখা করুন। এবং স্রষ্টার সাহায্য চান এই বলে যে - যদি তুমি থেকে থাক তবে আমাকে একটা সুযোগ দাও - যাতে আমি তোমাকে চিনতে পারি, তোমাকে বুঝতে পারি।
ধন্যবাদ
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
মন্তব্য করতে লগইন করুন