সেলফি তুলতে গিয়ে ব্রিজ থেকে পড়ে তরুণীর মৃত্যু
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ০৯ নভেম্বর, ২০১৪, ০২:৩৮:২৯ দুপুর
সখের সেলফি জীবন কেড়ে নিল এক মেডিক্যাল ছাত্রীর। স্পেনের সেভিলায় সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়ে প্রাণ হারালেন ২৩ বছরের এই তরুণী। পোলান্ডের বাসিন্দা সেলউয়া রাজচেল নামের ওই মেডিক্যাল ছাত্রী ছুটিতে স্পেনে ঘুরতে গিয়েছিলেন।
গুয়াদালকুইভির নদীর ওপর পুয়েন্তে দি ত্রিয়ানা ব্রিজের একেবারে ধারে দাঁড়িয়ে নিজের ছবি তোলার জন্য ফোন বের করেন। সেলফিতে নিজের মুখকে আরও স্পষ্ট তোলার জন্য ব্রিজের আরও কিনারায় চলে যান। এরপরেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পা পিছলে ১৫ ফুট নিচে পড়ে গিয়ে মারা গেলেন রাজচেল। রাজচেলের মা বলেন, 'এভাবে মেয়েকে চলে যেতে হল ভাবতেই পারছি না।'
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন