আগাত হানা অন্ধ্রপ্রদেশ ও ওড়িষ্যার হুদহুদ আসলে কি?

লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ১২ অক্টোবর, ২০১৪, ০৪:৩২:৪৮ বিকাল

হযরত সোলায়মান (আঃ) সংবাদ সংগ্রহের মাধ্যম হিসেবে পবিত্র কোরআনের সুরা নামলে হুদহুদ পাখির উল্লেখ রয়েছে। আরব কান্ট্রিতে এ পাখি হুদহুদ নামে পরিচিত হলেও আমাদের দেশে এ পাখি ‘মোহনচূড়া’ হিসেবে পরিচিত। কয়েকটি দেশের জাতীয় পাখিও এটি।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভারত মহাসাগরের উত্তর দিকে অবস্থিত আটটি দেশ পর্যায়ক্রমে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। সেই মতো এবার ওমান তাদের অতিপরিচিত এই পাখির নমেই আসন্ন ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে।

উপুপিড়ি গোষ্ঠীর একমাত্র প্রতিনিধি এই পাখিটি শুধু ওমান নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এবং আফ্রিকার মিসর, শাদ, মাদাগাস্কার, এমনকি ইউরোপের কিছু দেশ, এশিয়ার ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশেও এই পাখিটি অতিপরিচিত। কেবল নামকরণেই কিছুটা পার্থক্য রয়েছে। ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয়। আরবির মতো উর্দুতেও একে হুদহুদ বলা হয়। পাখিটির বিকট আওয়াজের কারণেই এই নামকরণ করা হয়েছে। মূলত ইউরেশিয়া এলাকার এই পাখিটি ‘ওল্ড ওয়ার্ল্ড বার্ড’ বলে পরিচিত। শুষ্ক এলাকায় এই স্থায়ী বাসিন্দা মরুভূমি-সংলগ্ন এলাকায় থাকতে অত্যন্ত ভালোবাসে।

পাখি বিশারদদের কথায়, মাঠে মাটিতে ঠোঁট ঢুকিয়ে পোকা খেয়ে চাষাবাদের খুব উপকার করে। তাই এটি চাষিদের কাছে অতি উপকারি পাখি হিসেবে বিবেচিত। অন্য একটি মহেলের দাবি, কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আভাস পেলে ওই পাখি নিজের মাথার উপরে থাকা ঝুঁটিটি মেলে ধরে সতর্ক করে দেয় চাষিদের। তাই কৃষক সম্প্রদায়ের কাছে এই পাখিটি অতি প্রিয়।

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273564
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
273609
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
বুড়া মিয়া লিখেছেন : মাটির গভীরের পানিও নাকি এটা আন্দাজ করতে পারে বলে শুনেছিলাম।
ভালো লাগলো আপনার লেখা।
273629
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৭
আফরা লিখেছেন : হুদহুদ পাখি সম্পর্কে অনেক কিছু জানলাম । অনেক ধন্যবাদ ।
273631
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশআল্লাহ !বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
273632
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
ফেরারী মন লিখেছেন : চমৎকার একটি বিষয় সম্পর্কে অবগত হলাম। জাজাকআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File