নোবেল শান্তি পুরষ্কার পাওয়া কে এই কৈলাস
লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ১০ অক্টোবর, ২০১৪, ০৬:১৪:০০ সন্ধ্যা
কৈলাস সত্যার্থী
বয়স- ৬০ , জন্ম - ১১ জানুয়ারি ১৯৫৪
লড়াইয়ের স্বীকৃতি। ২০১৪ -র নোবেল শান্তি পুরষ্কার যৌথ ভাবে পেয়েছেন কৈলাস সত্যার্থী ও মালালা ইউসুফজাই।
কিন্তু কে এই কৈলাস সত্যার্থী? যিনি সাহস দেখালেন। আর বিশ্ব পালটে দেওয়ার স্বপ্ন দেখলেন। প্রচারের আলোয় নয়। নিরবে-নিভৃতে এ এক হার না মানার লড়াই।
মধ্যপ্রদেশের বিদিশায় বাস। এক ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার গল্প "কৈলাস'। কীভাবেই যেন ২৬ বছর বয়সের হয়ে উঠেছিলেন শিশুদের আওয়াজ। ১৯৮৩ সালে তিনি সংগঠিত করেন "বচপন বাঁচাও' আন্দোলন। শিশুদের অধিকারের জন্য লড়াই। শিশুশ্রমের বিরুদ্ধে যুদ্ধ। আর সেই লড়াই প্রায় ৮০ হাজার শিশুকে খোলা আকাশের সাধ দিয়েছে। কলকারাখার কালো ধোঁয়া আর মেশিন ঘরের অন্ধকারের নাগপাশ থেকে মুক্তি দিয়েছে শৈশবকে। শিশুপাচার চক্রের কাছে ত্রাস হয়ে উঠেছিল কৈলাস। শিশু শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধেও আওয়াজ ওঠান তিনি।
যে সমস্ত কারখানায় শিশুদের কাজ করানো হয়। সেই সমস্ত কারখানায় স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যনিয়ে হানা দিয়েছেন নিজেই। তাঁর আন্দোলনের বড় সফলতা "রাগমার্ক'। সাধারণত কার্পেট নির্মাণ শিল্পের মূল কারিগর শিশুরাই। রাগমার্ক চালু হওয়ার পর বাজারজাত কার্পেটগুলো শিশুশ্রম বর্জিত কী না, তা বোঝা যেত। এই আন্দোলন আন্তর্জাতিক স্তরেও শিশুদের অধিকার বোঝাতে সাহায্য করেছে।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সত্যার্থী টুইট করেছিলেন, ""একজন চা-ওয়ালা যদি প্রধানমন্ত্রী হওয়ার সাহস দেখাতে পারেন। তাহলে এখন এটা তাঁর দায়িত্ব এদেশে কাউকে জোর করে শিশু শ্রমিক বানানো হবে না।''
বিষয়: বিবিধ
১৮৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ভাই এই ধরনের কাজ অনেকেই করেছেন বাংলাদেশেও কিন্তু প্রচার পাননি। বরং সরকারি বাধা পেয়েছেন।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কৈলাস সত্যার্থী সম্পর্কে সুন্দর লেখনীর মাধ্যমে পরিচয় করিয়া দেয়ায় অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে.......।
মন্তব্য করতে লগইন করুন