একটি সতর্কবার্তা !

লিখেছেন লিখেছেন গ্রীণ ওয়ে ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৬:৫৩ দুপুর

সম্প্রতি আপনি মোবাইল অপারেটর কোম্পানীর নামে একটি call পেতে পারেন। call kore বলা হবে আমাদের নেটওয়ার্ক উন্নয়নেরকাজ চলছে। ২০-৩০ মিনিটের জন্য আপনি আপনার মোবাইলটি বন্ধ রাখার জন্য অনুরোধকরা হবে। আপনি অত্যন্ত ভদ্রভাবেই আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখবেন। কিন্তু এই ২০-৩০মিনিটের মধ্যেই আপনার নিকট আত্মীয়- স্বজনদের পকেট থেকে খসে যাবে হাজার টাকা অথবা লাখ লাখ টাকা। কারন আপনার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার ভাই- বোন, মা-বাবা কিংবা বন্ধু-বান্ধবদের কাছে অত্যন্ত জরূরী ভিত্তিতে একটি কল যাবে। তাতে বলা হবে আপনি সড়ক দূর্ঘটনা কিংবা এক ধরনের মারাত্মক কোনো দূর্ঘটনায় মৃত প্রায় অবস্থায় হাসাপাতালে জরূরী অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। এই মূহূর্তে অনেক টাকার দরকার। আর টাকা পাঠানোর জন্য সহজ উপায়তো আছেই। বিকাশ করুন। আপনার আত্মীয়রা আপনার মোবাইল ফোন বন্ধ থাকার ফলে কথা গুলি বিশ্বাস করবেন এবং স্বাভাবিক ভাবেই বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন। সেটা হেতে পারে হাজার কিংবা লাখ। এখন বুঝুন। শালারা কি কাজটাইনা করতে যাচ্ছে।

বিষয়: বিবিধ

১৪৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268176
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
268178
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
কাহাফ লিখেছেন :

প্রযুক্তির নিকৃষ্টতম ব্যবহারের উদাহরণ এগুলো।মানুষের প্রয়োজনে সৃষ্ট প্রযুক্তি কে কত হীন কাজে ব্যবহার করছে নৈতিকতাহীন কিছু কুলাংগার।
সাবধানতা অবলম্বন জরুরী।
সচেতনতা বাড়াতে পোস্ট টি ভূমিকা রাখবে....
অনেক ধন্যবাদ আপনাকে।
268228
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৮
আমি মুসাফির লিখেছেন : জাজাকাল্লাহু খায়ের কাতিরা
268391
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেটওয়ার্ক এর কাজের জন্য মোবাইল ফোন বন্ধ করার প্রয়োজন নাই। এই তথ্যটি সকলকে জানানর প্রয়োজন। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File