''সহি বাংলালিঙ্কনামা'' চরম ভুল্, অতঃপর সংশোধন।
লিখেছেন লিখেছেন তারেকুল ইসলাম ১৫ মার্চ, ২০১৩, ১০:০৭:১০ রাত
মোবাইল কোম্পানির জগতের বাংলাদেশের প্রথম যে নামটি উচ্চারিত হয় সবার মুখে সেটা হল গ্রামীনফোন বা GP. এর পর ২য় যে নামটি আসে টা হল বাংলালিংক। গ্রাহকদের ভিবিন্ন প্রকার রগরগে আর লোভনীয় বিজ্ঞাপন প্রচার করে হাতিয়া নিচ্ছে বছরপ্রতি হাজার হাজার কোঁটি টাকা। সম্প্রীতি বাংলালিংক এর একটি বিজ্ঞাপনে দেখা যায় একজন বিক্রেতা বাচের ভিতর যাত্রীদের কাছে বাংলালিংক এর ভিবিন্ন অফার সম্পর্কে ধারনা দিচ্ছে যেখানে যাত্রীদের হাতে তুলে দেয়া হচ্ছে ''সহি বাংলালিঙ্কনামা'' নামের একটি লিফলেট। কিছুদিন প্রচার করার পর অবশেষে চরম ভুল এবং ইসলাম বিরোধী বুযতে পেরে পরে টা মুছে ফেলা হয়েছে। এখন 'সহি বাংলালিঙ্কনামা' লেখাটি বিজ্ঞাপনে আর দেখা যায়না। ভুল করলেও সংশোধনের জন্য ধন্যবাদ বাংলালিঙ্ককে।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন