ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

লিখেছেন লিখেছেন আবু নাইম ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৬:০৮ সকাল

=============ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন===========

আমার শ্রদ্ধেয় চাচা শ্বশুর জনাব আবদুল রাজ্জাক হাওলাদার, গ্রাম সোনাখালী, হাজীবাড়ী, বরগুনা সদর, বরগুনা।(আতিকুর রহমান মারুফ ও আল-রাজীর আব্বা) ১০-০২-২০১৯ রবিবার, রাতে ষ্ট্রক করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন ‍তাঁর সকল গুনা মাফ করে দেন, তার সকল নেক আমলগুলো কবুল করেন। তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আমিন।।।

নবী (সাঃ) এর শেখানো দোয়া।

হে আল্লাহ তাঁকে ক্ষমা করুন,

তাঁকে দয়া করুন, শান্তিতে রাখুন।

তাঁর থাকার স্হানটিকে মর্যাদাশীল করুন,

তাঁর কবরকে প্রশস্ত করে দিন।

তাঁকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দিন,

যেমনভাবে বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে ময়লা থেকে

সাদা কাপড় পরিষ্কার হয়।

তাঁকে দুনিয়ার বাসস্হানের চেয়ে উত্তম বাসস্হান ও সঙ্গী দান করুন।

হে মাবুদ তাঁকে জান্নাতে দাখিল করুন।

তাঁকে কবর আজাব ও দোযখের আযাব থেকে রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386428
১৪ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১১:৩৪
ইয়াফি লিখেছেন : হে আল্লাহ তাঁকে ক্ষমা করুন,

তাঁকে দয়া করুন, শান্তিতে রাখুন।
২৭ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১০:৫৯
318323
আবু নাইম লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।।
386487
২২ ফেব্রুয়ারি ২০১৯ রাত ১০:৩০
আনসারী লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
২৭ ফেব্রুয়ারি ২০১৯ সকাল ১০:৫৯
318324
আবু নাইম লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File