=========ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাই রাজিওন=======
লিখেছেন লিখেছেন আবু নাইম ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪২:৩৩ সকাল
+++ইন্না লিল্লাহী ওয়া ইন্নাইলাইহী রাজিউন++
আমার শ্রদ্ধেয় সেজ মামা আবদুর রব হাওলাদার দীর্ঘ রোগ ভোগের পর আজ ২৭.০১.২০১৯ রাত ১১টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মামাটি ছিলেন সহজ-সরল, খোলা মনের মানুষ, মনে কোন প্যাচ ছিল না, বা কোন প্যাচ বুজতেন না। জটিলতা, কুটিলতা বুঝতেন না। সবাই আমার এ সহয-সরল মামার জন্য দোয় করবেন। আল্লাহ জান্নাতে সর্বোচ্চ সম্মান ও স্থান দান করেন।
বিষয়: বিবিধ
৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন