পবিত্র রমজানে এ কেমন তামাশা, মিরপুরের ৬/ক, ২নং এ পানি নেই।
লিখেছেন লিখেছেন আবু নাইম ০৯ জুন, ২০১৮, ০৩:৪০:৪৭ দুপুর
মিরপুর ষ্টিডিয়ামের দক্ষিন গেটে অপজিটে বায়তুল আতিক মসজিদ সংলগ্ন এরিয়া ৬/ক, সেকসনের ২নং রোড সহ অত্র এলাকয় পবিত্র রমজানে এ কেমন তামাশা। রমজানের পুর্বে এলাকায় পানি ভালই ছিল। রমজানের শুরু থেকেই পানি সংকট। একাধারে ৩ থেকে ৪দিন পর্যন্তও পানি নেই। বাড়ীওয়ালারা এক/দুদিন পর পর এক গাড়ী পানি এনে দেন তাতে কোন ভাবে চলছে। ওয়াসাতে গেলে পানির গাড়ী ঠিকই পাওয়া যায় কিন্তু লাইনে পানি নাই। আমাদের মনে হয় এটা পরিকল্পিত। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এটা করা হচ্ছে। এদিকে কর্তৃপক্ষকে নজর দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। পবিত্র রমজানে এ কেমন তামাশা। রমজানের পুর্বে এলাকায় পানি ভালই ছিল। রমজানের শুরু থেকেই পানি সংকট। একাধারে ৩ থেকে ৪দিন পর্যন্তও পানি নেই। বাড়ীওয়ালারা এক/দুদিন পর পর এক গাড়ী পানি এনে দেন তাতে কোন ভাবে চলছে। ওয়াসাতে গেলে পানির গাড়ী ঠিকই পাওয়া যায় কিন্তু লাইনে পানি নাই। আমাদের মনে হয় এটা পরিকল্পিত। সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এটা করা হচ্ছে। এদিকে কর্তৃপক্ষকে নজর দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন