ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ।

লিখেছেন লিখেছেন আবু নাইম ২১ মে, ২০১৭, ০৯:৫৭:০৩ সকাল

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ......আবার চলে এসেছে পবিত্র রামজান..গত বছর লন্ডন থেকে আমার একান্ত প্রিয় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম ও ভাবীর পাঠানো টাকায় বেশ কিছু অসহায় পরিবার সুন্দর ভাবে ইফাতার ও ঈদ করতে পেরেছিল..এবারও আশা করি ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ। যদি কেউ অংশীদার হতে চান হতে পারেন

আমাদের এলাকাটা বাংলাদেশে একেবারে দক্ষিনে সমুদ্র উপকূলবর্তী এলাকা, এখানকার অকিকাংশ লোকই বলতে গেলে দরিদ্র। তাদের কাছে ইফতারে একটি খেজুর অনেক কিছু এমনও আছে কখনও কোনদিন ইফতারে তারা খেজুর খেয়েছেন কিনা জানি না।

বিষয়: বিবিধ

৮০৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383097
২২ মে ২০১৭ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবআপনাদের কাজ আল্লাহ কবুল করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File