আমার একান্ত প্রিয় শ্যালক আর নেই.......অনন্ত কালের পথে যাত্রা করেছে। তার জন্য দোয়া চাই।
লিখেছেন লিখেছেন আবু নাইম ০৩ অক্টোবর, ২০১৬, ০৪:৪৩:০২ বিকাল
আমার একান্ত প্রিয় শ্যালক আর নেই.......অনন্ত কালের পথে যাত্রা করেছে। এ যাত্রা পথ তার একার এখানে কেউ কারও সাথী হয় না।
নামঃ মোঃ আবুল বাশার
পিতাঃ আবদুল খালেক হাওলাদার
গ্রামঃ সোনাখালী, বরগুনা সদর, বরগুনা।
বরগুনা সদর উপজিলা পরিষদে কর্মরত ছিল। গত ২৮ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে রাতে ঘুমাতে যাবার পর ডাক্তারদের ভাষ্যমতে রাত একটা থেকে ৪টার মধ্যে ষ্ট্রোক করে মৃত্যু বরণ করে। বয়স ৩৩ বছর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিউন।
তার জানাজায় এলাকার স্মরণ কালের লোক সমাগম হয়েছে। উপজিলা চেয়ারম্যান, উপজিলা ভাইস চেয়ারম্যান, পৌরমেয়র, কাউন্সেলরগন ও প্রশাসনের লোকজন সহ আত্মীয়-অনাত্মীয় দল-মত ধম-বর্ণ সকল পর্যায়ের লোকেরা শরীক হয়েছেন।
তার মৃত্যু সংবাদ পেয়ে কাদেনি এমন লোক পাওয়া যায়নি। কয়েকজন তো এমন পাওয়া গেছে মৃত্যু সংবাদ পেয়ে বাড়ীতে এসে এমন ভাবে কেদেছে মনে হয়েছে তাদের কলজেটা ফেটে যাবে।
তার বিশেষ গুন ছিল সে সকল আত্মীয়-স্বজনদের খোজ-খবর নিত। যখন যার কোন কিছু প্রয়োজন তাকে বললে সে প্রয়োজনটা যথা সম্ভব মিটিয়ে দিত। আমরা প্রতি ঈদে বা অন্য কোন সময় বাড়ীতে গেলে ঢাকার টিকিট সে বরগুনা বসে কনফার্ম করত। বরগুনা থেকে ঢাকার টিকিট বা লঞ্চের কেবিন কনফার্ম করত। আমরা যাবার আগেই সে বাজার সদাই করে রেডি রাখত।
আত্মীয়-স্বজন ছাড়াও যে কার কোন প্রয়োজনে তাকে বলল যে ভাবে হোক সেটা সে ম্যানেজ করতই।
তাই তো তার মৃত্যুর পর আত্মীয়-স্বজন ছাড়াও এমন সব লোকেরা কেদেছে যাদেরকে আমরা আগে কখনও দিখিনি।
ছোট সময় পড়েছিলাম "এমন জীবন তুমি করিবে গঠন চলে গেলে তুমি একা কাদিবে ভুবন" তার মৃত্যুর পর সবার কান্না দেখে কবিতার এ লাইনটাই মনে হয়েছে বার বার।
আমার এক আত্মীয় তাকে বার বার এ কথাটাই বলতে শুনেছি.. চলে তো গেলি সবাকে কাদিয়ে গেলি।
সবার কাছে একটাই প্রার্থনা তার নাজাতের জন্য দোয়া।
হে প্রশান্ত আত্না, ফিরে যাও তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এবং প্রবেশ কর আমার জান্নাতে । (সূরা আল ফাজরঃ ২৭-৩০).
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসে মেহমান করে নিন এবং পরবর্তীদের মধ্য থেকে আরো উত্তম মানুষ দান করুন! আমীন!!
মহান রব উনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের উত্তম মেহমান হিসাবে গ্রহণ করুণ। আমীন।
মন্তব্য করতে লগইন করুন