বিনিয়োগ (Investment) প্রয়োজন জানিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম।
লিখেছেন লিখেছেন আবু নাইম ২৩ আগস্ট, ২০১৬, ১১:৩৭:৩১ সকাল
আল হামদুলিল্লাহ। বিনিয়োগ (Investment) প্রয়োজন জানিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। অনেকেই সাড়া দিয়েছেন। আবার অনেকেই প্রশ্ন রেখেছেন। এখনও কারও সাথেই ফাইনাল হয়নি, তবে আশাকরি হবে পাইপ লাইনে চরজন আছেন, যারা আগে আসেন তাদেরটাই নেয়া হবে, ইন-শা-আল্লাহ। মানুষ ভাবে এক আর আল্লাহর ফয়সালা আর এক। যাদের কাছে আশা করেছিলাম, তারা সাড়া দেননি। কিন্তু যাদের কথা ভূলেও ভাবিনি তারা সাড়া দিয়েছেন। আবার যাদেরকে নেয়া হবেনা এমন তারাও নক করেছেন। যাক সবই আল্লাহর মেহেরবানী। শুকরান যাযাকাল্লাহ। আসলে মানুষ শুধু চিন্তা করতে পারে, চেষ্টা করতে পারে, পরিশ্রম করতে পারে সাকসেস করার মালিক আল্লাহ। মানুষ শুধুমাত্র একজনের কাছে আহবান পৌছাাতে পারে কবুল করানোর দায়িত্বটা মহান আল্লাহর। তার হৃদয় মনে রাজী করানো দায়িত্বটা আল্লাহর। তিনি সেই মহান রব যিনি কাউকে ইজ্জত দেন কারও কাছ থেকে ইজ্জত কেরে নেন.......
হে আল্লাহ, রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান।[সূরা আল ইমরান-২৬]
আমরা মানুষ আল্লাহ সৃষ্টি জীবদের মধ্যে একটি সৃষ্টি। আমাদের কোন সাধ্য নেই, ক্ষমতা নাই ও শক্তি নেই। কখন কার দ্বারস্ত হব বা হতে ব্যধ্য হব সবই তিনি নির্ধারণ করে রেখেছেন। শক্তি ক্ষমতার আধার একমাত্র আল্লহ রাব্বুল আলামীন। কল্যাণ ও মঙ্গল হল আল্লাহর হাতে...সবার কাছে দোয়া চাই তিনি যেন সকল অকল্যাণগুলো দুর করে সার্বিক সুন্দর, কল্যাণ ও মঙ্গল দান করেন।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন