রমজানে মুসলমানদের সাধারণ কয়েকটি ভুল।

লিখেছেন লিখেছেন আবু নাইম ১১ জুন, ২০১৬, ০৩:১৩:৫২ দুপুর

পবিত্র রমজান মাসে মুসলিমদের সাধারণ কয়েকটি ভুল নিয়ে আলোচনা করেছেন ড. জাকির নায়েক। রমজান উপলক্ষে পিসটিভিতে ড.জাকির নায়েকের নিয়মিত প্রোগ্রাম ‘রামাদান এ ডে ইউথ জাকির নায়েক’ আলোচনায় তিনি ভুলগুলো কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করেন।পাঠকদের জন্য ভুলগুলো তুলে ধরা হলো

১. ইফতারে বেশি সময় নেওয়া হয়। ফলে সঠিক সময়ে মাগরিবের নামাজ আদায় করা হয় না।

২. তারাবির নামাজের তেলাওয়াত দ্রুত পড়া হয়। অথচ হাদিসে মাঝারি গতিতে তেলাওয়াতের জন্য বলা হয়েছে।

৩. লাইলাতুল কদর অনেকে রমজানের ২৭ তারিখ রাতকেই মনে করে। অথচ বিশ তারিখের পর প্রত্যেক বেজোড় রাতেই শবে কদরকে ইবাদতের মাধ্যমে অন্বেষণের জন্য বলা হয়েছে। কোরআন হাদিসে এ রাতটির সঠিক তারিখ উল্লেখ করা হয়নি।

৪. রমজানে সংযমের জন্য বলা হয়েছে। ফলে আমরা শুধুমাত্র ক্ষুধার্ত থাকাকেই সংযম মনে করি। গুনাহ থেকে বিরত থাকি না।

৫. সারারাত জেগে থেকে, সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ি। ফলে ফজরের নামাজ পড়া হয় না।

৬. রমজানে যাকাত দেওয়ার ক্ষেত্রে সম্পদের হিসাব করে দিই না।

৭. অন্যান্য মাসের মত রমজানেও রোজা রেখে মিথ্যা কথা বলে থাকি।

৮. গালমন্দ ও অশ্লীল ভাষা ব্যবহার করে থাকি।

৯. সিনেমা ও অশ্লীল গান বাজনাও শুনে থাকি।

১০. অশ্লীল ম্যাগাজিন পড়ে থাকি।

১১. ইন্টারনেটের অশ্লীল সাইটগুলো দেখে থাকি।

১২. অপচয় করে থাকি।

১৩. জাঁকজমক ইফতার ও সেহরির আয়োজন করতে যেয়ে আমল ইবাদত থেকে বিরত থাকি।

১৪. রমজানের শেষদিকে কেনাকাটায় ব্যস্ত থাকি।

১৫. রমজানে আমরা নাইট ক্রিকেট খেলে থাকি।

১৬. মধ্যপ্রাচ্যে দিনের বেলা দোকানপাট বন্ধ রেখে রাতের বেলা খোলে। ফলে ক্রেতাদেরও আমলে বিঘ্নতা ঘটে দোকানদারদেরও।

বিষয়: বিবিধ

১০৩৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371716
১১ জুন ২০১৬ বিকাল ০৪:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর শেয়ারিং মাশাআল্লাহ।

জাজাকাল্লাহু খাইর।
371720
১১ জুন ২০১৬ বিকাল ০৫:৫২
হতভাগা লিখেছেন : ১৪ নং টি বলার আগে জাকির নায়েক সাহেব কি উনার স্ত্রীর অনুমতি নিয়েছিলেন ?
371725
১১ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

১৬. মধ্যপ্রাচ্যে দিনের বেলা দোকানপাট বন্ধ রেখে রাতের বেলা খোলে। ফলে ক্রেতাদেরও আমলে বিঘ্নতা ঘটে দোকানদারদেরও।

আহলে হাদীস তথা সালাফী ফুকাহায়ে কিরাম এটা নিয়ে আপত্তি করেন না কেন??

কোন্‌ কোন্‌ সহীহ হাদীসের ভিত্তিতে সৌদি ব্যবসায়ী দোকানদার ও ক্রেতা সাধারণের [এবং অসংখ্য কর্মচারী-শ্রমিকের মজান মাসের রাতের ঘুম হারাম করা হয়- জানতে ইচ্ছে হয়!
371727
১১ জুন ২০১৬ রাত ০৮:০৩
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহ।
372276
১৭ জুন ২০১৬ বিকাল ০৫:৫৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শেয়ার করার জন্য জাঝাক আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File