জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
লিখেছেন লিখেছেন আবু নাইম ০১ নভেম্বর, ২০১৫, ০৬:০০:০৩ সন্ধ্যা
আমাদের একান্ত প্রিয় ছোট চাচা, রক্তন আলী সরদার, পিতা-মরহুম তছিল উদ্দিন সরদার, সরদার বাড়ী, শতকর-বেতমোর, পাথরঘাটা, বরগুনা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেণ।
ঢাকার ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল
১১ শহীদ তাজউদ্দীন আহমাদ সরণী, (টঙ্গী ডাইভারশন রোড), মগবাজার, ঢাকা।
সবার কাছে দোয় চাই আল্লাহ যেন, সুস্থ করেদেন।
গত ০১।১১।২০১৫ ইং তারিখে রাত ৯-১১ টাকা পর্যন্ত অপারেশন হয়েছে. আল্লাহর রহমতে এখন বেশ ভাল আছেন.তবে এখনও শংকা মুক্ত নন...
বিষয়: বিবিধ
১৭৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
‘আল্লাহুম্মা রাববান্না-স, মুযহিবাল বা’স, ইশফি আন্তাশ শা-ফী, লা শা-ফিয়া ইল্লা আন্ত্, শিফা-আল লা য়্যুগা-দিরু সাক্বামা।’’ অর্থাৎ হে আল্লাহ! মানুষের প্রতিপালক! তুমি কষ্ট দূর কর এবং আরোগ্য দান কর। (যেহেতু) তুমি রোগ আরোগ্যকারী। তুমি ছাড়া আরোগ্যকারী আর কেউ নেই। তুমি এমনভাবে রোগ নিরাময় কর, যেন তা রোগকে নির্মূল করে দেয়। (বুখারী)
শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন