বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি

লিখেছেন লিখেছেন আবু নাইম ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫১:৫১ সন্ধ্যা

আমরা বড়ই কষ্টে আছি.......প্রতি বছর বাড়ী ভাড়া বাড়ে...এক হাজার টাকা করে ... অথচ বছর শেষে বেতন বাড়ে না চার শত টাকাও....... তা হলে বলেন ৫ বছরে বাড়ী ভাড়া বাড়ল ৫ হাজার টাকা কিন্তু বেতন বাড়ল ২ হাজার টাকা তা হলে চলব কি করে বলেন............ এ অবস্থা থেকে আমরা সবাই উত্তরণ চাই...........



বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারির দাবিশীর্ষ নিউজ ডটকম, ঢাকা : বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘বাড়ি ভাড়ার ক্ষেত্রে অনিয়ম দূর করার লক্ষ্যে এবং ভাড়া বৃদ্ধি না করার জন্য অবিলম্বে সরকারি প্রজ্ঞাপন জারির দাবিতে’ এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

সংগঠনটির সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ঢাকা শহরে প্রায় এক কোটি ৫০ লাখ লোকের বসবাস। বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা হওয়ার কারণে সারা দেশের গরীব, দরিদ্র, হতদরিদ্র ও মধ্যবিত্ত মানুষের বসবাস। বর্তমানে ঢাকা শহরের ৭৭৫টি এলাকায় সিটি করপোরেশনের বাড়ি ভাড়ার রেট রয়েছে। বাড়ির মালিকরা এ রেট না মেনে কয়েকগুণ ভাড়া বেশি নিচ্ছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা মানছে না বাড়িওয়ালারা। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী ভাড়া বাড়ানোর আগে রেট কন্ট্রোলারের অনুমোদনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না। প্রতি বছর জানুয়ারি মাসে বাড়িওয়ালারা এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইচ্ছামাফিক ভাড়া বাড়াচ্ছে।

সরকারকে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করার দাবি জানিয়ে তিনি বলেন, প্রত্যেক ভাড়াটিয়ার ঘাড়ে এ বিদ্যুৎ বিলের ভার এসে পড়বে। বাড়ির মালিকেরা ১০ টাকা বিদ্যুতের বিল বাড়লে ২০০ টাকা ভাড়াটিয়াদের পকেট থেকে নেবেন। ঢাকায় ছেলেমেয়েদের নিয়ে ভাড়াটিয়াদের জীবন-যাপন করা দুর্বিষহ হয়ে পড়েছে। বাড়ির মালিকেরা ভাড়াটিয়াদের অর্থনৈতিকভাবে নির্যাতন করছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে সরকার সংসদে অনেক প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বললেও দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বাড়ি ভাড়া নির্ধারণের কোনো উদ্যোগ কোনো সরকার গ্রহণ করেন না। তারা বলেন, ঢাকা শহরের প্রায় ৯০ শতাংশ নিম্ন আয়ের ভাড়াটিয়া রয়েছে। ভোটের সময় এদের কদর থাকলেও ভোটের পর এদের পক্ষে কথা বলার কেউ থাকে না।

বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধ না হলে রাজপথে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ভাড়াটিয়া পরিষদ। এজন্য ২০১৫ সালের শুরু থেকেই ঢাকা শহরের ভাড়াটিয়াদের নিয়ে এ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

এছাড়াও আগামী ৩ জানুয়ারি বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে মানববন্ধন করা হবে বলেও জানান সংগঠনের সভাপতি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা, মো: মোস্তফা, মাহতাব উদ্দিন শহীদ, এডভোকেট জুয়েল আহমেদ, এডভোকেট ফজলুল হক প্রমুখ।

- See more at: http://www.sheershanews.com/2014/12/31/63226#sthash.qYYjZSrj.7BM2dOov.dpuf

বিষয়: বিবিধ

১৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File