আবুল আলা বলা কি শিরক?
লিখেছেন লিখেছেন আবু নাইম ০৩ জুন, ২০১৩, ১০:৪৪:৪৯ সকাল
আজকের ফজর পড়ে একজন বললেন, নামাজ শেষে বসবেন একটা কথা আছে। যথারীতি নামাজ শেষ করলাম. ও ভাই এর সাথে মসজিদ থেকে বের হলাম।
রাস্তায় হাটতে হাটতে তিনি জানালেন যে, জনৈক মাওলানা সাহেবের একটা ওয়াজের কেসেট শুনছেন, তাতে তিনি বলেছেন যে,
আবুল আলা মানে হল মহানের পিতা। মানে আল্লাহর পিতা। এটা বলা শিরক। তিনি উদাহরণ টেনেছেন, সুবহানা রব্বিয়াল আ'লা এখানে আ'লা মাহন আল্লাহকে বুঝানো হয়েছে তেমনি আবুল আ'লা এখানেও আ'লা মাহন আল্লাহকে বুঝতে হবে।
কথাটা আসলে কি হবে। বিষয়টি কেউ জানলে বা বুঝলে দয়া করে ব্যাখ্যা দেয়ার বিনীত অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
২০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন