স্ত্রীকে পাঁজরের হাড় দিয়ে তৈরীর মহত্ব

লিখেছেন লিখেছেন আবু নাইম ১৪ মে, ২০১৩, ০৫:৫৫:৫১ বিকাল

''তাকে মাথার উপর হতে বা থেকে নিচ হতে তুলনা করা হয়নি;

বরং তাকে তুলনা করা হয়েছে পাঁজরের বাঁকা হাড়ের সাথে......

কারণ, পাঁজরের হাড়ের কাছের অঙ্গ বাহুদ্বয়, সেই বাহুতে সে যেন সুরক্ষিত থাকতে পারে, তাকে তুলনা করা হয়েছে আরও কাছে, হার্ট বা হৃদয়ের কাছে যা দ্বারা সে ভালবাসা পেতে পারে।''

*বিবাহের পর স্ত্রীদের সাথে সর্বদা সদাচারণ বজায় রাখার নির্দেশ দিয়ে ইসলাম ঘোষণা করেছে,

“আর তোমরা তাদের সাথে সদাচারণ করো।”

(সূরা নিসা: আয়াত ১৯)

“আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মোহর দিয়ে দাও।”

(সূরা নিসা: আয়াত ৪)

নিজে ভালো খাবে, উত্তম পোষাক পড়বে আর স্ত্রীদেরকে নিম্ন মানের জীবন ধারণে বাধ্য করার জাহেলি মানসিকতাকে সমূলে বিনাশ করা হয়েছে। ইরশাদ হয়েছে,

“তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বসবাস কর সেখানে তাদেরকেও বাস করতে দাও।” (সূরা তালাক, আয়াত ৬)

নারীর নিজের ভরণ-পোষণের পাশাপাশি সন্তানের দায়িত্বও স্বামীর কাঁধে তুলে দেয়া হয়েছে। ইরশাদ হয়েছে,

“বিত্তশালীরা যেনো সামর্থানুযায়ী স্ত্রী-সন্তানের উপর ব্যয় করে। সীমিত উপার্জনকারীরা আল্লাহর দেয়া অর্থানুপাতে ব্যয় করবে।”

(সূরা তালাক, আয়াত ৭)

পুরুষদের উপর নারীদের অধিকারের স্বীকৃতি দিয়ে ঘোষণা করেছে,

“নারীদের উপর যেমন তোমাদের কিছু অধিকার রয়েছে ঠিক তেমনি তোমাদের উপরও তাদের কিছু অধিকার রয়েছে। স্ত্রীর উপর পুরুষের মর্যাদা। আর নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়।”

-- (সূরা বাকারা : আয়াত ২২৮)

বিষয়: বিবিধ

২৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File