জামায়াত- শিবির একদিন নিশ্চিহ্ন হবেই হবে!!

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ০১ এপ্রিল, ২০১৩, ০১:৩৮:০১ দুপুর



কাশিমপুর কারাগারের বেশকয়েক জন কারারক্ষীর সাথে কথা হল।

জিজ্ঞাসা করলাম,জেলখানায় কোন ধরনের বন্দীর সংখ্যা বেশি।

সবার উত্তর একটাই,কারাগারের সবগুলি ওয়ার্ডে জামায়াত-শিবিরের নেতাকর্মীতে গিজগিজ করছে।

বর্তমানে দেশে ৬৮টি কারাগার রয়েছে। এতে ধারণক্ষমতা ৩৩ হাজারের মত।

বর্তমানে সেখানে বন্দীর সংখ্যা ৭০ হাজারের মত।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে

ধারণক্ষমতা ৩ হাজারের মত। কিন্তু প্রতিদিনই

থাকছে কমবেশি ৭ হাজারের মত বন্দী।

মোট কথা,দেশের সবগুলি কারাগার এখন জামায়াত- শিবিরের দখলে।

সংগঠনের প্রথম সারীর দায়িত্বশীলেরা কারাগারে।

দ্বিতীয় সারীরও প্রায় সব দায়িত্বশীলেরা কারাগারে।

এরপরেও দিন দিন জামায়াত- শিবির আরও শক্তিশালী হয়ে উঠছে এবং তাদের আন্দোলনও আরও বেগবান হচ্ছে। বিভিন্ন স্থানে সাধারন মানুষ জামায়াত- শিবিরের সমর্থনে রাস্তায় নেমে এসেছে !

দিনদিন জামায়াত- শিবিরের জনপ্রিয়তা বেড়েই চলছে। যারা ইসলামী আন্দোলনের এই

কাফেলাকে নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখে তারা আসলে বোকার রাজ্যে বাস করে।

ফেরাউন পারেনি।

নমরুদ পারেনি।

আবু জাহেল পারেনি।

তাদের উত্তরসূরি জামাল নাসের পারেনি।

বেন আলীও পারেনি।

তোমরাও পারবে না।

হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল!

যারা জামায়াত- শিবির নিশ্চিহ্ন করার আশায় মরীচিকার পিছনে ছুটছে

তাদের উদ্দেশেই কবি মল্লিক বলেছেন,

“কোন সাহসে চাও নিভাতে অগ্নিগিরি বলো

চোখ রাঙিয়ে যায় কি রোখা জোয়ার টলোমলো”।।

তবে যারা জামায়াত- শিবির নিশ্চিহ্ন করার আশায় পণ্ডশ্রমে ব্যাস্ত তাদের জন্য একটু আশার বানী হল,

জামায়াত- শিবির একদিন নিশ্চিহ্ন হবেই হবে!!

তবে তার জন্য সূর্য পশ্চিম দিকে উঠার

অপেক্ষা করতে হবে!

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File