সালমান খানের লাল প্যান্ট!!

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ২৫ মার্চ, ২০১৩, ০২:৩৮:১১ দুপুর

আমি বা আপনারা যদি লাল প্যান্ট পরে রাস্তায় বের হয় তবে সবাই মদন ভাববে এতে কোন সন্দেহ নেই!

কেও হিজরা মনে করে পিছন থেকে শিস দিলেও অবাক হবার কিছু নেই!

কিন্তু এই লাল প্যান্ট পরেই যখন সালমান খান গান গায়,অভিনয় করে তখন সে হয়ে যায় স্মার্ট,হিরু নাম্বার ওয়ান!!

সত্যিই সেলুকাস!



“SMARTNESS” এর সংজ্ঞা জানতে মুঞ্চায় !!

আমার কলেজ জীবনে এক ফ্রেন্ড ছিল।সে ছিল আমাদের ক্লাসের সবচেয়ে ঈচমারট বয়!তাকে আমি কোনদিন গোসল করতে দেখিনি!

একদিন তাকে জিজ্ঞাস করলাম, তুই যে এতদিন গোসল ছাড়া থাকিস তোর কি অশশ্স্তি লাগে না।শরীরে দুর্গন্ধেরও একটা ব্যাপার আছে।

সে তখন আমাকে একটা বডি স্পে দেখিয়ে বলল,ব্যাটা! স্মার্ট হইতে শিখ!!!!

কলেজ জীবনে কিছুদিন টুকটাক সিগারেটও খাইতাম।কোন টেনশন ছিল না তবু খাইতাম! কেন খাইতাম তা জানি না!

স্মার্ট ছেলেদের সাথে চলব কিন্তু সিগারেট খাব না তাতো হতে পারেনা!!!!!

আরেকবার এক ছোট ভাই,তার ফেসবুকে ফ্রেন্ডলিস্টের অনেক মেয়ের ছবি দেখিয়ে সবার বর্ণনা দিচ্ছে।সবাই তার গার্লফ্রেন্ড!

মেয়েগুলির পোশাক আশাক আমার কাছে শালীন মনে হইনি।আমি বললাম,এদের মধ্যে কাকে বিয়ে করবে?

কি যে কন ভাই, এসব পতিতাদের কি ঘরে নেয়া যাইব!!জাস্ট এনজয়!! আমি তার উত্তর শুনে অবাক হলাম।পাশাপাশি দুঃখ হল,তার ঐ

গার্লফ্রেন্ডদের জন্য যারা নিজেরদের দেহকে প্রদর্শন করে বেড়ায়!বেশিরভাগ ছেলেরায় তাদের ভোগ করার জন্য রিলেশন করে।

কিন্তু বিয়ে করার সময় হিজাবি মেয়েই সবার পছন্দ।আমি তাকে বল্লাম,ভাই তোমার তো নিজের ইজ্জতের দাম আছে।

এদের কাওকে বিয়ে করবেনা তাহলে প্রেম করছ কেন?তখনও সে আমাকে যথারীতি জানিয়ে,দিল ভাই স্মার্ট হন!!!!!

তখনি মনে হল আল কোরআনের সেই অমিয় বানী,

“দুশ্চরিত্রা মহিলারা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা মহিলাদের জন্য৷

সচ্চরিত্রা মহিলারা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা মহিলাদের জন্য ৷

লোকে যা বলে তা থেকে তারা পূত-পবিত্র ৷তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ জীবিকা।” ( সূরা আন নূর-২৬)

টাখনুর উপর প্যান্ট পড়া আমার পুরনো অভ্যাস।টাখনুর নিচে প্যান্ট থাকলে কেমন যেন অশশ্স্তি লাগে।

তাছাড়া পোশাক আশাকের দিকেও আমার তেমন দৃষ্টি নেই।শালীন পোশাক একটা হইলেই হইল।

প্যান্ট উপরে পড়ি,আমার আন্ডারওয়্যার দেখা যায় না,মুরব্বী মডেলের বাটা জুতা পরি, বডি ফিটিং গেঞ্জি-শার্ট পড়ি না,

তাই আমার স্মার্ট বন্ধুদের কাছে আমি "ক্ষ্যাত"!!!

আমার মত ক্ষ্যাতদের সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লামা ইকবাল বলেছেন-

"নগ্ন উরুর প্রদর্শনীর যাদুতে বাড়ে নি অগ্রগতি,

দাঁড়ি-গোঁফ কামিয়ে আসেনি উন্নতি।

ধর্মহীনতায় পায়নি তারা এই সাফল্য,

ইংরেজী অক্ষরেও নেই কোন যাদু-মন্ত্র।

পশ্চিমা উন্নতি এসেছে কেবল তাদের জ্ঞান-বিদ্যায়,

আজ তারা মহাধনী মোদের ছেড়ে দেয়া পেশায়।

শার্ট-প্যান্ট-টাই পরার নাম নয় প্রগতি,

দাঁড়ি-টুপি-পাগড়ি নয় জ্ঞান-বিজ্ঞানের বিরোধী।"

আমি যে একেবারে ধোয়া তুলসি পাতা তা ভাবার অবকাশ নেই।চারিদিকে এত স্মার্টের ছরাছরি দেখে অনেকবারই তাদের মত ঈচমারট বয় হতে চেয়েছি!কিন্তু প্রতিবারই কৃত্তিম স্মার্টনেস বেশি সময়ের জন্য স্থায়ী হয়নি!প্রত্যেকরই নিজস্ব এবং ন্যাচারাল স্টাইল আছে!কেন অযথা অন্যর স্টাইল ফলো করব।

“my style……

my honour”….

ইদানিং কথায় কথায়

জুউউস,আজজব,মাম্মা,হোয়াটএভার শব্দগুলি শুনলে মাথায় রক্ত উঠে যায়!

এফ রেডিওগুলিতেও চলছে SMART ভাষার চর্চা!!

ভাষা বিকৃতিও নাকি স্মার্টনেস!

সালাম,বরকতেরা বেঁচে থাকলে নিশ্চিত আরেকটি ভাষা আন্দোলন হত!

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File