১১ই জুলাই ১৯৯৫:বসনিয়ার ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ১১ জুলাই, ২০১৫, ১১:১৬:০২ সকাল
বসনিয়া ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র।পূর্বে এটি যুগোস্লাভিয়া প্রজাতন্ত্রের অংশ ছিল। ১৯৯২ সালের মার্চ মাসে এটি স্বাধীনতা লাভ করে।কিন্তু এরপর সার্বিয়ান শাসক গোষ্ঠী চক্রান্ত শুরু করে।নব্য স্বাধীন রাষ্ট্রে ১৯৯৫ সাল পর্যন্ত সার্ব আর্মি প্রায় দুই লক্ষ বসনিয়ান মুসলিমকে হত্যা করে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার কর্তৃক সংঘটিত গনহত্যার পরেই অন্যতম জঘন্য হত্যাকান্ড হচ্ছে বসনিয়ার হত্যাকান্ড।১৯৯৫ সালে যুদ্ধ শেষে সার্বীয়রা দেশের ৪৯% এলাকা দখলে সক্ষম হয় এবং এর নাম দেয় সার্ব প্রজাতন্ত্র।বসনীয় ও ক্রোয়েশীয়রা দেশের বাকী অংশের নিয়ন্ত্রণ নেয় যার নাম বসনিয়া ও হার্জেগোভিনা ফেডারেশন। এই ফেডারেশন ও সার্ব প্রজাতন্ত্র একত্রে বর্তমানে বসনিয়া ও হার্জেগোভিনা রাষ্ট্র নামে পরিচিত।
১১ই জুলাই ১৯৯৫...
বসনিয়া তথা ইউরোপের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়।আজ থেকে ২০ বছর আগে ১৯৯৫ সালের জুলাই মাসে সেব্রেনিতসা শহরে বসনিয়ান মুসলিমদের উপর সবচেয়ে বড় হত্যাকাণ্ড চালায় সার্ব নরপশুরা।বলকান যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ সেব্রেনিতসা শহরকে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করে।ফলে অন্যান্য এলাকা হতে হাজার হাজার বসনিয়ান মুসলিমরা এই শহরে এসে আশ্রয় নেয়।শহরের নিরাপত্তায় ছিল জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনীর শত শত ডাচ সৈন্য।কিন্তু ১৯৯৫ সালের ১১ই জুলাই সার্ব আর্মি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সেব্রেনিতসা শহরে আশ্রয় নেয়া মুসলিমদের উপর হামলে পড়ে পৈশাচিক কায়দায় তাদের উপর গণহত্যা চালায়।অথচ জাতিসংঘের ডাচ শান্তিরক্ষীবাহিনীর সদস্যরা সার্ব বাহিনী কোন বাঁধা দেয়নি,তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে!!সার্ব নরপশুরা মাত্র ৪৮ ঘন্টা সময়ের মধ্যে প্রায় আট হাজারেরও বেশী বসনিয় মুসলিমকে হত্যা করে।সেব্রেনিতসা শহরের গণকবরগুলি মুসলিমদের দাফন করা হয়।বসনিয়ার মুসলিমরা সেই দুঃসহ স্মৃতিকে স্মরণ করে আজও চোখের পানি ফেলে।১১ই জুলাই বসনিয়ানদের কাছে শোকের দিন...
আরও বিস্তারিত জানতে --
Click this link
Click this link
Click this link
Click this link
বিষয়: বিবিধ
১৯৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসংখ্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন