আজ বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের জন্মদিন!
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ২২ মার্চ, ২০১৪, ০৩:৩২:৩২ দুপুর
-- ১৭৬৪ সালে ফকির মজনু শাহ,মাজু শাহ,টিপু পাগল,গজনফর তুর্ক শাহদের নেতৃত্বে প্রথম ব্রিটিশবিরুধি সংগ্রাম শুরু হয়।এতে বহু হতাহত হয় এবং ফকির মজনু শাহ দেশান্তর হতে বাধ্য হন।
-- ১৮২০ সালে শুরু হওয়া ফরায়েজী আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়তে সক্ষম হয়।হাজী শরীয়তউল্লাহ আর তার ছেলে দুদু মিয়ার নেতৃত্বে চলে ব্রিটিশ বিরুধি সংগ্রাম।এজন্য তাদের উপর নেমে আসে নির্যাতন।বহু ফরায়েজীকে জেল-জুলুম অত্যাচারের সম্মুখীন হতে হয়!
-- ১৮৩১ সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরুধ গড়ে তোলেন তিতুমীর।। নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লায় ইংরেজদের গোলার আঘাতে তার কব্জি উড়ে যায়।অসংখ্য সাথীসহ শাহাদাত বরণ করেন তিতুমীর।
-- বালাকোটের ময়দানে ব্রিটিশবিরুধি আন্দোলনে আহমদ বেরলভিসহ অসংখ্য উলামায়ে কেরাম শহীদ হন।ইংরেজদের অনুগত শিখরা তখন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।
-- এছাড়াও খেলাফত আন্দোলন,হিজরত আন্দোলন,মোপলা বিদ্রোহসহ ব্রিটিশবিরুধি অনেক বিদ্রোহ সংগঠিত হয় যার নেতৃত্বে ছিল মুসলিমরা।ব্রিটিশবিরুধি সংগ্রামে সাইয়েদ আহমেদ শহীদ,মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব,শাহ ওয়ালিউল্লাহ,মাওলানা আহমদউল্লাহসহ অসংখ্য উলামায়ে কেরামগনের নাম ইতিহাসে উল্লেখযোগ্য।
মজার বিষয় হল এই সবগুলি ব্রিটিশবিরুধি আন্দোলনে হিন্দুরা ব্রিটিশদের সমর্থন করেছিল এবং ব্রিটিশদের পক্ষ হয়ে স্বাধীনতাকামী মুসলিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে।ব্রিটিশদের গোলামী থেকে তারা কখনও মুক্তি চাইনি তৎকালীন হিন্দু নেতারা ব্রিটিশদের পা চাটায় ব্যাস্ত ছিল,হিন্দু কবিরা ব্রিটিশদের স্তুতি বর্ণনা করে কবিতা লিখত।এজন্য তারা অবশ্য ব্রিটিশদের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা পেয়েছে যার সিকিখানিও বিদ্রোহী মুসলিমরা পায়নি!কিন্তু হিন্দু নেতারা ছিল খুবই চালাক!তারা যখন দেখল উলামায়ে কেরামের ক্রমাগত আন্দোলনের মুখে ব্রিটিশদের মসনদ নড়েবরে হয়ে পড়েছে তখন আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য প্রভুদের ত্যাগ করে ব্রিটিশবিরুধি আন্দোলন শুরু করে।
আজ সূর্যসেনের জন্মদিন!সব পত্রিকায় গুরুত্তের সাথেই খবরটা এসেছে।কিন্তু ব্রিটিশবিরুধি সংগ্রামে যাদের রক্তে রঞ্জিত হয়েছে এই উপমহাদেশ তাদের কোন খবর নাই!!এদেশে সূর্যসেনদের যতটা কদর করা হয় ফকির মজনু শাহ,তিতুমীর,আহমদ বেরলভি,সাইয়েদ আহমেদ শহীদ,হাজী শরীয়তউল্লাহদের সেভাবে স্মরণ করা হয়না।অথচ তারা না থাকলে এই উপমহাদেশই স্বাধীন হতনা!হিন্দুরা তো ব্রিটিশদের গোলামী মেনেই নিয়েছিল!
ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল!আমি আর আমার ছোট ভাই বাজারে যেতাম আব্বার সাথে।আব্বা বাজার করে দিলে আমি আমার ছোট ভাইকে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিতাম।বেচারা অনেক কষ্ট করে বাজার নিয়ে আসত কিন্তু গেটের কাছে আসতেই আমি ওর হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে আম্মার কাছে গিয়ে হাজির হতাম।আম্মাতো ভাবত আহারে!আমি না জানি কত কষ্ট করেছি!!কষ্ট করত আমার ছোট ভাই আর ক্রেডিট নিতাম আমি!
একইভাবে কষ্ট করল ফকির মজনু শাহ,তিতুমীর,আহমদ বেরলভি,সাইয়েদ আহমেদ শহীদ,হাজী শরীয়তউল্লাহরা আর ক্রেডিট নিচ্ছে সূর্যসেন আর ক্ষুদিরামেরা আর আমরা আত্মপরিচয় ভুলে থাকা সংকীর্ণ মনের মুসলিমরাও বিপ্লবীকে লাল সালাম দিয়ে মিথ্যা আত্মতৃপ্তি পাওয়ার চেষ্টা করছি!
বিষয়: বিবিধ
১৩৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন