ফকিন্নির পুতের নাম মিয়া খা! :::: প্রসঙ্গ টিকফা চুক্তি।
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ২৬ নভেম্বর, ২০১৩, ০১:৪৪:৩৭ রাত
গত প্রায় এক যুগেরও বেশী সময় ধরে আমেরিকা অনেক তদবির,হুমকি-ধামকি,কসরত করেও টিকফা চুক্তিতে সাক্ষর করতে কাওকে রাজি করাতে পারেনি।কিন্তু আজ বাংলাদেশের জন্য আত্মঘাতী টিকফা চুক্তি সাক্ষর হয়েছে।দেশের বারটা তো আগেই বেজে গেছে!আজ থেকে তেরটা বাজানোর প্রক্রিয়া শুরু হল!কয়েকটা দিন যাক!এবার বুঝবে বাঙালি কত ধানে কত চাল!আওয়ামীলীগ দেশটাকে উলট পালট করে দিচ্ছে আর ভারত আমেরিকা তা লুটেপুটে খাচ্ছে!দেশ গোল্লায় যাক!ভারত তো আগে থেকেই আছে টিকফা চুক্তি সাক্ষরের পর আমেরিকাও এখন হাতের মুঠোয়।এবার আওয়ামীলীগকে ঠেকায় কে!
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার জন্য টিকফা চুক্তি কেন করতে হবে!দেশের সেবাখাতসমূহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে মার্কিন বহুজাতিক কোম্পানির দখলে চলে গেলে তবে আর দেশে সরকার থাকার কি প্রয়োজন?সারা দেশ মার্কিন বহুজাতিক কোম্পানির কাছে দিয়ে দিন।যুক্তরাষ্ট্রের যে ১০টি দেশের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য, সেগুলো হলো যথাক্রমে কানাডা, চীন, মেক্সিকো, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব ও ফ্রান্স।এদের মধ্যে যুক্তরাষ্ট্রের টিফা চুক্তি আছে শুধু সৌদি আরবের সঙ্গে।এশিয়ার দুটি প্রধান অর্থনৈতিক শক্তি চীন এবং ভারত তার রফতানির যথাক্রমে ২১ এবং ১৯% পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করলেও তারা এই আত্মঘাতী চুক্তি স্বাক্ষর করেনি।যেসব দেশ টিকফা সাক্ষর করেছে তারা এর কুফল হারে হারে টের পাচ্ছে।আমেরিকার কাছে এখন সারাজীবন বাঙ্গালিরা মাথা নুইয়ে চলতে হবে!তাদের কথার বাইরে গেলেই আমাদের ভাতে মারবে..পানিতে মারবে..লও বীর বাঙালি!এবার স্বাধীনতার মজা লও!
মেধাস্বত্ব আইন অনুসারে বাংলাদেশে কোনও পাইরেটেড/কপিরাইট সফটওয়্যার চালানো যাবে না।টিকফা চুক্তিতে সাক্ষরের মাধ্যমে বাংলাদেশে মেধাস্বত্ব আইনের কঠোর প্রয়োগ ঘটবে।তখন আমেরিকার চাপে প্রশাসন অফিস বা বাসায় গিয়ে তল্লাশি চালাবে।পাইরেটেড/কপিরাইট সফটওয়্যার পেলে মেধাস্বত্ব আইনের ধারা-৮২-৮৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড এবং জরিমানা হিসেবে ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।এখন আমার কথা একবার চিন্তা করুন।আমি বাসায় MS Office.AutoCAD,Corel Draw,Photoshop,3D Max,Sketch Up ইত্যাদি সফটওয়্যার চালায়।আমি যদি এ সফটওয়্যারগুলি পাইরেটেড কপি না কিনে অরজিনাল ব্যাবহার করতে চাই তবে আমার বাপ-দাদার চৌদ্দ গুষ্টির সম্পত্তি বিক্রি করতে হবে!
গ্রামবাংলার একটা প্রবাদ মনে পড়ে গেল-- 'ফকিন্নির পুতের নাম মিয়া খা!'ব্যাটা ফকিন্নির দল !পেটে ভাত নাই!নুন আনতে পান্তা ফুরায় আবার টিকফা চুক্তিতে সাক্ষর করে আমাদের উপর মেধাস্বত্ব আইন চাপিয়ে দিলে!চাল কিনার পয়সা নাই হাজার হাজার টাকা দিয়া সফটওয়্যার কিভাবে কিনব!
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন