মহাকবি আল্লামা ইকবালের জন্মদিনে তার জন্য রইল অনেক দোয়া ও ভালবাসা।
লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ০৯ নভেম্বর, ২০১৩, ১২:১০:১৬ দুপুর
আজ আমার একজন প্রিয় কবি আল্লামা ইকবালের জন্মদিন।তার জন্য রইল অনেক দোয়া ও ভালবাসা।তার কবিতাগুলি মুসলিম মিল্লাতের জন্য সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবে।
মুসলিমদের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন,
"মুসলিম হে হাম ওয়াতান হে
সারা জাহান হামারা
তাওহীদ কি আমানত,ছিনো মে হে হামারে।
আছান নেহী মিটানা।নামও নিশান হামারা ।। "
মুসলিমদের আজ এই দুর্দশার কারন বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন,
""শের কি সার পে বিল্লি খেল রাহি
ক্যায়সা হ্যায় মুসলমাঁ কা বদ নসীব
শাহাদাত্ কি তামান্না ভুল গ্যায়ি
তাছবি কি দাঁনু মেঁ জান্নাত ঢুঁড্ রাহী ।।"
উন্নতির শিখরে আরোহণ করার জন্য মুসলিমদের তথাকথিত আধুনিকতার নামে নগ্নতাকে গ্রহণ না করে জ্ঞান-বিদ্যায় উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন,
"নগ্ন উরু প্রদর্শনীর জাদুতে বাড়েনি অগ্রগতি
দাড়ি-গোফ কামিয়ে আসেনি উন্নতি।
ধর্মহীনতায় পায়নি তারা এই সাফল্য
ইংরেজী অক্ষরেও নেই কোন যাদু মন্ত্র।
পশ্চিমা উন্নতি এসেছে কেবল তাদের জ্ঞান-বিদ্যায়
আজ তারা মহাধনী মোদের ছেড়ে দেয়া পেশায়।
শার্ট-প্যান্ট-টাই পরার নাম নয় প্রগতি
দাড়ি-টুপি-পাগড়ি নয় জ্ঞান-বিজ্ঞানের বিরোধী ।।"
মহান আল্লাহ আল্লামা ইকবালকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।আমীন
আল্লামা ইকবাল সম্পর্কে বিস্তারিত জানতে উইকিপিডিয়াতে যান
বিষয়: বিবিধ
৩০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন