মুরসি কি পারবেন !!!

লিখেছেন লিখেছেন প্রশান্ত আত্মা ২৯ জুন, ২০১৩, ০৯:১৯:৪৫ রাত

সুলতান সালাহুদ্দীন আইউবি খুব আক্ষেপ করে বলেছিলেন,"আমার সমস্ত জীবনে কাফিরদের বিরূদ্ধে যতটা না যুদ্ধ করতে হয়েছে, তার চাইতে বেশি করতে হয়েছে মুসলিম নামধারী মুনাফিকদের বিরুদ্ধে।"ক্রুসেডারদের তিনি কখনও ভয় করেন নি ভয় করেছিলেন মুসলিম নামধারী ক্রুসেডারদের পা চাঁটা গোলামদের।তার ইন্তেকালের পর মুসলিম নামধারী ক্রুসেডারদের এসব পা চাঁটা গোলামেরা অট্টহাসি হেসেছিল আর ক্রুসেডাররা তার কবরে লাথি মেরে বলেছিল “উঠো সালাহুদ্দীন, তোমার বায়তুল মুকাদ্দাসকে রক্ষা কর।”

সালাউদ্দিন আইউবি মরে গেলেও তার আদর্শ মরে যায়নি,আর তাইতো তার উত্তরসূরি হিসাবে তারই পুণ্যভূমি মিশরে জন্ম নিয়েছিলেন ইমাম হাসান আল বান্না,সাইয়েদ কুতুব,আবদুল কাদের আওদাহ সহ অনেক মনীষী।এক্ষেত্রেও পথে বাধা হয়ে দাঁড়াল ক্রুসেডারদের আরেক পা চাঁটা গোলাম মোসাদ সিআইএর প্রেতাত্মা জামাল আবদুল নাসের!ইসলামের বিপ্লবী দাওয়াতকে সহ্য করতে পারেনি সে।আর তাই এই ইসলামী আন্দোলনের এই প্রানপুরুষদের শহীদ করে খুনের নেশায় মত্ত হয়ে উঠেছিল জামাল নাসের।শহীদ করেছিল ইখওয়ানুল মুসলিমিনের প্রায় ৪০০০০ নেতা কর্মীকে।এত জুলুম নিপীড়নের পরেও জামাল নাসের দমাতে পারেনি এই শহীদি কাফেলাকে।কিন্তু হাল ছাড়েনি ক্রুসেডারদের প্রেতাত্মা মুসলিম নামধারী মুনাফিকেরা।

স্বৈরশাসক হোসনে মোবারকের পতনের পর হাজার হাজার শহীদানদের রক্তস্নাত সংগঠন মুসলিম ব্রাদারহুড যখন জয়লাভ করে হাফেজে কোরআন মুরসির নেতৃত্তে ক্রমান্বয়ে ইসলামী শরিয়াতের পূর্ণাঙ্গ বাস্তবায়নের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই মাথাচাড়া দিয়ে উঠে ক্রুসেডারদের পা চাঁটা গোলাম মুসলিম নামধারী মোসাদ সিআইএর প্রেতাত্মারা!বিভিন্ন অজুহাত তুলে তারা মাঠে নেমেছে মুরসির পতনের দাবীতে।ইতিমধ্যে তারা অস্র হাতে মহড়াও দিয়েছে এবং ইখওয়ানুল মুসলিমিনের এক কর্মীকে হত্যাসহ অনেককে আহত করেছে।তাহরির স্কয়ারে তাদের হাতে গনধর্ষণের শিকার হয়েছে পাঁচ তরুণী!দেশের ভিতর একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মোসাদ ফায়দা নিতে চাচ্ছে।কারন মোসাদ ভাল করেই জানে,মুসলিম ব্রাদারহুডের কর্মীদের চেতনায় রয়েছে সালাহুদ্দীন আইউবি,হাসান আল বান্না আর সাইয়েদ কুতুবের আদর্শ।আর তারা ইসলামী শরিয়াতের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আর বায়তুল মুকাদ্দাসক পুনরুদ্ধাররের স্বপ্নে বিভোর।তাই এই শক্তিকে দমাতে চেষ্টার কোন ত্রুটি করছে না মোসাদ।সসস্র হয়ে বিদ্রুহিদের মধ্যে ঢুকে গেছে মোসাদ আর সিআইএর অনেক সদস্য।আর তাদের সহায়তা করছে ক্রুসেডারদের প্রেতাত্মা মুসলিম নামধারী মুনাফিকেরা।

মুরসি কি পারবেন এই ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করতে!আমার বিশ্বাস তিনি অবশ্যই পারবেন।কারন মুসলিম ব্রাদারহুডের শিকড় সমাজের প্রতি রন্দ্রে রন্দ্রে প্রোথিত।সমাজের এমন কোন শাখা নেই যেখানে ব্রাদারহুডের শক্ত অবস্থান নেই।শাহাদাতের পূর্ব মুহূর্তে ইখওয়ানুল মুসলিমিনের নেতা আব্দুল কাদের আওদাহ বলেছিলেন, ''আমাদের রক্ত কথা বলবেই, এ রক্ত বৃথা যাবেনা।''আমিও দৃঢ়চিত্তে বিশ্বাস করি হাসান আল বান্নার রক্ত বৃথা যাবেনা সাইয়েদ কুতুবের রক্ত বৃথা যাবেনা আব্দুল কাদের আওদাহ সহ হাজার হাজার ইখওয়ান কর্মীদের রক্ত বৃথা যাবেনা।আল্লাহ এই ক্রুসেডারদের প্রেতাত্মাদের বিরুদ্ধে মুরসিকে সহায়তা করুন।আমীন

বিষয়: বিবিধ

১৪৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File