রাজু ?
লিখেছেন লিখেছেন ফরহাদ রাজ ০৬ মার্চ, ২০১৩, ১২:৫৬:৫১ দুপুর
বিসমিললাহির রাহ মানির রাহিম
রাজু ছিলো গ্রামের এক জন সাধারণ ছেলে, তার জম্ম ১৯৯০ সালের ১লা জানুয়ারী তার পরিবারের সংখ্যা ছিল বাবা, মা, ৫ভাই, ৫বোন, ২বোন ছিল রাজুর ছোট ২বোন ছিল বড় চার ভাই ছিল বড় একবোন ৭দিন বয়সে মারাগিয়েছিল, এখন পর্যন্ত কোন ভাই কিংবা বোনের বিয়ে হয় নাই। ১৯৯৫ সাল তার বয়স ৫বৎসর তার বাবা গ্রামের এক জন সাধারণ ব্যবসায়ী মুদির দোকন ছিল তাদের তার বড় ভাই ছিল ঢাকায় মেঝো ভাই মাদ্রাসাই লেখা পড়া করত। তখন তার বাবা অথবা মা যে কেউ একজন তার সঠিক মনে ছিলনা তাকে ভর্তি করালেন প্রোইমারি স্কুলে ক্লাস ওয়ান ছোট বেলা থেকে ওর লেখা পড়ার প্রতি খুব মনোযোগ ছিল ২য় শ্রেণিতে তার রোল ১ ৩য় ১ ৪র্থ ১ ৫ম ২ তার পর দাখিল মাদ্রাসাই ভর্তি হয় ক্লাস ৬ কোন রকম লেখা পড়া করার এদিকে তার বাবার ব্যবসা ভালো হচ্ছে না তার লেখা পড়ার খরচ চালানো সংসার চালানো সব তার বাবা ই দেখতেন রাজুর লেখা পড়ার জন্য খরচ দরকার সেঝো ভাই দিন মজুরি কাজ করত রাজমেস্তরী কাজ দিন ৭০/৮০ টাকা পেতেন তা থেকে সংসার এর কিছু হেলপ হয়। ১ম থেকে ৫ম শ্রেণী প্রর্যন্ত সেঝো ভাই খাতা কলম পরিক্ষার ফি ইত্যাদি খরচ দিত ৬ষ্ঠ শ্রেণী থেকে পরিক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট ছিল ৭ম শ্রেণীতে ভর্তির জন্য টকার সমস্যাছিল বই কেনার সমস্যাছিল ৬ষ্ঠশ্রেণীতে থাকা অবস্থায় প্রাইভেট পড়ত গনিত স্যারের কাছে ঐ স্যার তার কাছে ২মাসের বেতন আজও পেতো যা আজও সে দিতে পারেনি লজ্জায়। গ্রাম থেকে রাগকরে একদিন শহরের এক জেলায় চলে গেলো ও খানে গ্রামের পুপতো ভাই মুরগীর ফার্ম এ কাজ করত সেও গিয়ে কাজ করল এদিকে বাড়ির সবাই তাকে খোজাখোজি করার পর সব আত্তিও স্বজনদের বাড়িতেও তালাশ করে রাজুর মা, কোথাও তাকে খোজে পেলেন না। বাবা চলেগেলেন ঢাকায়, যাক,10-15 দিন কাজ করার পর আবার ফিরে এলো গ্রামের বাড়িতে আসার পর সবাই তাকে বকা বকি করল কিরে তুই কোথায় থেকে আসসিছ তোকে যে আমরা 10,15 দিন ধরে খোজা খোজি করতে ছি। যাই হোক রাজুর মা ছিল খুবই সরল মনের সব ছেলে মেয়ে কেই তিন ভাল বাসতেন অন্যরকম, রাজুর সেঝো ভাই ছিল খুবই রাগী রাজু তার সেঝো ভাইকে খুব ভয় পেত। এখন সেঝো ভাই বাড়ী পিরবে, রাজুতো মাইরের ভয়ে বাড়ী ছেড়ে আবার পালাল, বাড়ীর পাশেই প্রাই 1কিলো দূরে রেলষ্টেশন রাজুর মা কিন্তু তাকে ডাকিতেছেন পিছন থেকে রাজু যাসনে বাবা যাসনে তোর ভাই তোকে মারবেনা। রাজু আর শুনল না মায়ের কথা দোড়ে গিয়ে রেলষ্টেশন তখন এমন সময় হটাৎ ট্রেনটিও এস পৌচল সে আর দেরী করল না উঠে গেল ট্রেনে চলে এল ঢাকায় কোথায় যাবে এখন ....চলেবে....পরবর্তিতে লিখব
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন