এক ক্লিক যমুনা ফিউচার পার্কের সব ছবি।
লিখেছেন লিখেছেন প্রাইভেট ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৬:৪১ রাত
বিশ্বের তৃতীয় এবং এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে উদ্বোধন
ভবনটি সারাপৃথিবীর সেরা স্থাপত্যের তালিকায় স্থান করে নিতে চলেছে। রাজধানী ঢাকার বারিধারা ডিপ্লোমেটিক এলাকার পাশে সুপ্রশস্ত প্রগতি সরণিসংলগ্ন ১২০ বিঘা মূল্যবান জমির ওপর যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স। এখানে ৩৩ বিঘা জমির ওপর নির্মাণ করা হয়েছে রাজউক অনুমোদিত যমুনা ফিউচার পার্ক শপিং মল। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- বিএনবিসি অনুসরণে নির্মিত ভবনটি রিখটার স্কেলে সাড়ে ৭ মাত্রার ভূমিকম্প প্রতিরোধে সক্ষম। কেননা ভবনটি নির্মাণকালে সব ধরনের সতর্কতা নিয়মাবলী যথাযথভাবে পালন করা হয়েছে। গুণগতমানে সবচাইতে ভালো ও মজবুত নির্মাণসামগ্রী এতে ব্যবহার করা হয়েছে। নির্মাণের সময় গুণগত মানে কোনো ছাড় দেয়া হয়নি। শপিং মলের চারদিকে থাকছে নিজস্ব ৬০-৮০ ফুট প্রশস্ত রিংরোড। পুরো ভবনটিকে সৌন্দর্যম-িত করতে এর চারদিকে বিশাল এলাকা নিয়ে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। মানুষের আকর্ষণ বাড়াতে এই খালি জায়গায় বিনোদনের জন্য এ যাবৎকালে বাংলাদেশের সর্ববৃহৎ থ্রিলিং রাইড নিয়ে থিমপার্ক নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এখন পানির ফোয়ারা ও সবুজবাগান নির্মাণ করা হচ্ছে। ভবনের সামনে থাকবে অভ্যন্তরীণ রাস্তা ও ফ্লাইওভার।
বিষয়: বিবিধ
১৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন