ক্ষমা করো

লিখেছেন লিখেছেন তাহমিনা ১৬ মার্চ, ২০১৩, ১০:১১:৫৮ রাত

ক্ষমা করো খোদা ক্ষমা করো

নিজের অপকর্মে নিজে লজ্জিত

নির্জন মনের ভেতর খুঁজি শুধু

তোমারই দয়া, মেহেরবানী

ক্ষমা করো খোদা ক্ষমা করো

ক্লান্ত হয়ে দাড়িয়ে একা

আমি এক বিভ্রান্ত পথিক

খুঁজি শুধু তোমারই পথ

ক্ষমা করো খোদা ক্ষমা করো

ভুল সঙ্গকে ভালবেসেছি

ভুলে গিয়ে তোমার সঙ্গকে

পার্থিব মায়ায় জড়িয়েছি নিজেকে

ভুলে গিয়ে পরকালকে

ক্ষমা করো খোদা ক্ষমা করো

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File