কবিতা ফ্যাশন জ্বর

লিখেছেন লিখেছেন তাহমিনা ০৮ মার্চ, ২০১৩, ০৯:৩৯:৪১ রাত

ফ্যাশন শব্দের অর্থটা যদি

বুঝতে পারতাম আমি অধম

ব্যাখ্যা তখন করতে পারতাম

ফ্যাশন শব্দের বহুবচন ।।

ফ্যাশন অর্থ বুঝি আমি

প্রবাদ বাক্যে বলবো আমি

নিজের পায়ে নিজে এখন

কোঁড়াল মাড়ছে নারী সমাজ ।।

নগ্ণ এখন আজকের সমাজ

নগ্ণ এখন নারীর মন

নগ্ণতাকে পুঁজি করে

বেড়ে উটছে ফ্যাশনরাজরা ।।

ফ্যাশন জ্বরে চলছে তারা

নারীর মযাদা ক্ষুণ্ণ করে

ফ্যাশন করলে পাবে সম্মান

বুঝায় তারা নারীর মনকে।।

ফ্যাশন জ্বরে আক্রান্ত হয়ে

ভাসছে এখন নারী সমাজ

দেখা যাচেছ বাংলাদেশে

ফ্যাশন জ্বরের নানা প্রভাব ।।

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File