।।চোখ হচ্ছে সুপার পাওয়ার হিউম্যান ভিডিও ক্যামেরা।। তথ্য নামক এনার্জি ব্রেইনে ইনপুট করে থাকে.....
লিখেছেন লিখেছেন পজিটিভ মাইন্ড ১৩ মার্চ, ২০১৩, ০২:৩৪:১০ দুপুর
মানুষ তার চোখ,কান,নাক.জিহবা,ত্বক দিয়ে তথ্য নামক এনার্জি সংগ্রহ করে ইনপুট করে ব্রেইন কম্পিউটারে যথাযথভাবে প্রোগ্রামিং করে সে প্রোগ্রাম অনুযায়ী আউটপুট দিয়ে থাকে।
মানুষ তার চোখ দিয়ে দেখে-অর্থ্যাৎ চোখ নামক হিউম্যান ভিডিও ক্যামেরা দিয়ে সব অটোভিডিও করে তার ব্র্ইনএর নির্ধারিত ডিজিট্যাল ভিডিও ক্যাসেটে রেকর্ড হয়ে যথাস্থানে মেমোরিতে মেমোরাইজড হতে থাকে।
একটি সুপার পাওয়ার ডিজিট্যাল ক্যামেরা অন করে যেভাবে সবকিছুই ধারণ করা যায় চোখ নামক হিউম্যান ভিডিও ক্যামেরা দিয়েও তাই হয়ে থাকে।
আপনার চোখ নামক ভিডিও ক্যামেরাটি অন করা আছে দমে দমে চলছে এ ক্যামেরা। আপনি একটি ফুলবাগানে লাল গোলাপের দিকে ধরলেন আপনার ক্যামেরা তাই রেকর্ড করবে,আপনি একটি ময়লা আবর্জনার ডাস্টবিনে প্রজেক্ট করলেন ক্যামেরা ঐ ডাস্টবিনই রের্ক্ড করবে।এখন বাগানে লাল গোলাপে প্রজেক্ট করবেন নাকি ডাস্টবিনে সেটা আপনার বিষয়।মহাবিজ্ঞানী আল্লাহতায়ালা-জেনুইন পার্টস দিয়ে জেনুইনভাবেই এ সুপারপাওয়ার ভিডিও ক্যামেরাটি তাঁর প্রিয় সেরাজীব মানুষের জন্যে সৃষ্টি করেছেন বলে কথা------(চলবে)
।।নীচের বাক্যগুলো মনে মনে বলার এবং সেভাবে নিজেকে কল্পনা করার অভ্যাস করুন।।
**এভরি ডে,ইন এভরি ওয়ে,আই এম গেটিং বেটার-বেটার এন্ড বেটার
প্রতিদিন প্রতিটি ক্ষেত্রে আমি ভাল, ভাল এবং আরও ভাল থেকে ভাল পাচ্ছি,ভাল হচ্ছি অর্থ্যাৎ আমি সবদিক থেকে ভাল।
বেটার এন্ড বেটার........
**পজেটিভ থটস্ ব্রিং আস বেনিফিটস্ এন্ড এডভান্টেইজেস
উই ডিজায়ার-----
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন