সাউন্ড ইজ এনার্জি-শব্দ হচ্ছে শক্তি।। আসুন আমরা প্রতিদিন পজেটিভ সাউন্ড করি।।পজেটিভ সাউন্ড শুনি।।
লিখেছেন লিখেছেন পজিটিভ মাইন্ড ১২ মার্চ, ২০১৩, ১২:২০:৫৮ রাত
সাউন্ড ইজ এনার্জি-শব্দ হচ্ছে শক্তি
আপনি আপনার মুখ দিয়ে কিছু অক্ষর বিশেষভাবে একত্রিত করে সাউন্ড করলেন- সেই অক্ষরগুলো হয়ে গেল কথা।আর এ কথাই যখন আদালতে বসে বিশেষ প্রক্রিয়ায় বিচারক এর মুখ দিয়ে বের হয়ে আসে তখন একজন মানুষকে বিবিধ সাজা-দন্ড এমনকি মৃতুবরণও করতে হয়।কথা নামক এ শব্দ যখন কোন অফিসের বস্ বা অফিসার তার অধ:স্তনদেরকে লক্ষ করে প্রয়োগ করেন-তখন উক্ত অফিস পরিচালিত হতে থাকে।ব্যবসা-বানিজ্য চলে ইত্যাদি ইত্যাদি।এসব কথা নামক সাউন্ডে ব্যক্তি থেকে শুরু করে পরিবার,সমাজ,রাষ্ট্র সারাবিশ্ব পরিচালিত হচ্ছে।
মানুষ তার চোখ,কান,নাক.জিহবা,ত্বক দিয়ে তথ্য নামক এনার্জি সংগ্রহ করে ইনপুট করে ব্রেইন কম্পিউটারে যথাযথভাবে প্রোগ্রামিং করে সে প্রোগ্রাম অনুযায়ী আউটপুট দিয়ে থাকে।
মানুষ তার চোখ দিয়ে দেখে-অর্থ্যাৎ চোখ নামক হিউম্যান ভিডিও ক্যামেরা দিয়ে সব অটোভিডিও করে তার ব্র্ইনএর নির্ধারিত ডিজিট্যাল ভিডিও ক্যাসেটে রেকর্ড হয়ে যথাস্থানে মেমোরিতে মেমোরাইজড হতে থাকে।
একটি সুপার পাওয়ার ডিজিট্যাল ক্যামেরা অন করে যেভাবে সবকিছুই ধারণ করা যায় চোখ নামক হিউম্যান ভিডিও ক্যামেরা দিয়েও তাই হয়ে থাকে।------(চলবে)
**এভরি ডে,ইন এভরি ওয়ে,আই এম গেটিং বেটার-বেটার এন্ড বেটার
প্রতিদিন প্রতিটি ক্ষেত্রে আমি ভাল, ভাল এবং আরও ভাল থেকে ভাল পাচ্ছি,ভাল হচ্ছি অর্থ্যাৎ আমি সবদিক থেকে ভাল।
বেটার এন্ড বেটার........
**পজেটিভ থটস্ ব্রিং আস বেনিফিটস্ এন্ড এডভান্টেইজেস
উই ডিজায়ার-----
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন