প্রতিহিংসার রাজনীতি

লিখেছেন লিখেছেন সাইদুল ০৫ মার্চ, ২০১৩, ১১:৩৮:০৩ রাত

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিহিংসার রাজনীতি শুর করেছেন। আন্দোলন হল জনগনের গনতান্ত্রিক অধিকার তিনি জনগনের ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে আর সেই জনগনের উপর নিবির্চারে গুলি চালায় এ কেমন রাজনিতী। বাংলাদেশ আওয়ামীলিক কি কখন বিরোধী দলে থাকবেনা এ চিন্তা সে করেনা। তখন তার দলের অবস্থা কি হবে। তিনি ক্ষমতায় এ সে পদ্মা সেতু নিয়া যা করল কতবার জনগনকে প্রতিশ্রুতি দিছে যে এ মাসে নয় ও মাসে কাজ শুরু হবে আজ প্রযন্ত কাজ শুরু করতে পারেনাই। হলমার্ক কেলেংঙ্কারি কিছুই করতে পারেনাই। তাই আমি আশা করি প্রতিহিংসার রাজনীতি না করে যাতে বাংলার জনগন সুষ্ঠ সুন্দর ও শান্তিতে বসবাস করে দু-মুঠো ডাল ভাত খেতে পারে তার ব্যবস্থা করা।

বিষয়: রাজনীতি

৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File