সংলাপ ইস্যুতে জামায়াত বিষয়ে মত পরিবর্তন আ.লীগের
লিখেছেন লিখেছেন জলি্ ০৩ মে, ২০১৩, ০৮:৩৭:৩০ রাত
ঢাকা : ‘জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়’ নিজেদের এমন বক্তব্য অস্বীকার করে ১৪ দলের নেতৃবৃন্দ বলেছেন, সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন। এখন তারা জামায়াতকে সঙ্গে নিয়ে আলোচনা করবে, না নাকি তাদের বাদ দিয়ে করবে সেটা তাদের ব্যাপার।
শুক্রবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে এ কথা বলেন নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী এবং সুরঞ্জিত সেনগুপ্ত।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানান।
জামায়াতের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতেই হবে। তবে যুদ্ধাপরাধের সঙ্গ ত্যাগের বিষয়টি সংলাপের সঙ্গে সম্পৃক্ত নয়।’
১৪ দল এতদিন বলে আসছিল যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে আলোচনা নয়। তবে কি ১৪ দল অবস্থান পরিবর্তন করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ কথা কোনোদিনই বলিনি এবং ১৪ দলও এ কথা বলেনি।’
এ সময় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংলাপে বসার যে আহ্বান জানিয়েছেন তা ইতিবাচক। আমরা আশা করি, বিরোধীদলীয় নেতাও এতে সাড়া দেবেন। দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে আমরা এটাই প্রত্যাশা করি।’
সংলাপ বিষয়ে তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনতে বিএনপির শর্ত জুড়ে দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘শর্ত দিয়ে আলোচনা হয় না।’
হেফাজতে ইসলামের ৫ মে’র অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যখন সাভারের উদ্ধার অভিযান চলছে, তখন হেফাজত অবরোধের নামে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করবেন না। ১৩ দফা দাবির মাধ্যমে নারীদের মধ্যযুগে ফিরিয়ে নেওয়ার যে দাবি করা হয়েছে তা কখনও মেনে নেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু প্রমুখ।
(এএএস/আরএ/এসআর/মে ০৩, ২০১৩)
http://www.primekhobor.com/details.php?id=21534
বিষয়: বিবিধ
১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন