হলুদ সাংবাদিকতার সেরা উপহার গোলাম মর্তুজা
লিখেছেন লিখেছেন শিশিরভেজা ০৬ এপ্রিল, ২০১৩, ১১:২৬:৫৯ সকাল
গতকাল বাংলাভিশনের একটি টকশো দেখছিলাম। মুসলমান নামধারি কিছু হলুদ মিডিয়া ও সাংবাদিকরা কিভাবে ইসলামের দুশমনি করছে তা দেখলাম। জানি অনেকেই হয়তো দেখেছেন। হলুদ সাংবাদিকতার জগতের শ্রেষ্ঠ সাংবাদিক ও ইসলামের দুশমন গোলাম মর্তুজা দুইজন অতিথির কাছে প্রশ্ন রেখেছেন- হেফাজতে ইসলামী লংমার্চ সফল করতে এতো বিপুল পরিমান টাকা কোথায় পেলো। গোলাম মর্তুজারা সব জায়গায় ইসলামের গন্ধই খুঁজে বেড়ায়। হেফাজতে ইসলাম জন্মের পর থেকে এই একটি মাত্র কর্মসূচী দিয়েছে যা পুরো দেশ ব্যাপী। অথচ গনজাগরন মঞ্চ নামে নাস্তিকরা যে মাসের পর মাস কর্মসূচী দিচ্ছে সে টাকার উৎস কি এসব হলুদ সাংবাদিক ও ইসলামের শত্রুদের চোখে পড়েনা। ঘৃনাভরে প্রত্যাখ্যান করি এসব হলুদ সাংদিকদের। আর এসব হলুদদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন