একটু ভেবে দেখুন প্লিজ ......

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২৭:২৪ সন্ধ্যা

যেহেতু আল্লাহর সাথে আমাদের কারো চুক্তি হয়নি যে আমরা এতদিন বাঁচব ... তাই মৃত্যু যে কোন সময় চলে আসতে পারে কিন্তু আমাদের মতো আল্লাহতে বিশ্বাস স্থাপনকারীদের খেয়াল করা দরকার যদি নিম্নের সময়ে আমাদের মৃত্যু হয় তবে সে মৃত্যু কি রকম মৃত্যু হতে পারে যদিও আমরা চাই কলেমা পড়ে আমাদের মৃত্যু হউক:

- টিভি,কম্পিউটার,স্মার্টফোন বা অন্য কোন ডিভাইসে অসুন্দর কোন কিছু দেখছি বা শুনছি এই অবস্থায়

-কারো গীবত-ছোগলখুরী করছি এ অবস্থায়

-কাউকে ঠকানোর চিন্তা করছি এ অবস্থায়

-ঘুষ ও সুদ দিচ্ছি বা নিচ্ছি এ অবস্থায়

-কারো সাথে অবৈধ কর্মে লিপ্ত আছি এ অবস্থায়

-খারাপ কোন চিন্তা করছি এ অবস্থায়

-কারো সাথে খারাপ কোন আচরন করছি এ অবস্থায় বা অন্য যে কোন অসুন্দর কাজ করছি বা চিন্তা করছি এ অবস্থায়...............

হে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সঠিক পথে থাকার ও মানার তওফিক দান করুন। আমিন।

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303164
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩০
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমীন, সুম্মা আমিন।
303170
০৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪২
হতভাগা লিখেছেন : মহান আল্লাহ তায়ালা আমাদের সবসময়ই সঠিক পথে থাকার তৌফিক দান করুন - আমিন ।
320479
১৭ মে ২০১৫ রাত ০৪:৪২
সাদাচোখে লিখেছেন : আল্লাহু আকবর।
মৃত্যু মাথায় থাকলে আপনা আপনিই আখলাক/চরিত্র বিশুদ্ধ সুন্দর হয়।

অদ্ভুত যে এ বিষয়টিই মাথায় থাকেনা - আর তা সবচেয়ে বড় ইভিল হিসাবে কাজ করে আমাদের চরিত্রের পদংখলনে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File