বড়ই ভুল করছে বর্তমান সরকার।
লিখেছেন লিখেছেন মিজবাহ ১০ ডিসেম্বর, ২০১৪, ০১:০৯:৪৪ রাত
যে সব মানুষদের আলোচনা শুনে বিশ্বে কত পথহারা মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন, অগনিত জন্মগত পথহারা মুসলিম সু-পথে এসেছেন, সম্মানিত সেই সব ব্যক্তিদ্বয়দের বাংলাদেশে আগমনে বাঁধা দিচ্ছে সরকার অথচ সুন্দর পথ থেকে অসুন্দর পথে যারা নিয়ে যায় তাদেরকে টাকা খরচ করে সুস্বাগতম জানানোর জন্য প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগীতার করা হয় !?
কোপেনহেগেনে আবদুর রহীম গ্রীনের আলোচনা শুনার সৌভাগ্য হয়েছিল। এইসব স্কলারদের অমুসলিম দেশে ভিজিট করতে কোন সমস্যা নেই অথচ মুসলিম অধ্যুষিত দেশ আমাদের প্রিয় দেশ বাংলাদেশে সমস্যা।
বড়ই ভুল করছে বর্তমান সরকার।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/3240/puspita/58648#.VIc1eTHF_t1
বিষয়: বিবিধ
১৩০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এ শাসকগোষ্ঠীর বাংলাদেশ কখনো সংখ্যা গরিষ্ঠদের পরিচয় বহঅন করেনা| ধন্যবাদ|
মন্তব্য করতে লগইন করুন