মৃত্যুতো হাতের কাছেই !

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৪ ডিসেম্বর, ২০১৪, ১১:৪৬:৫২ রাত

আসসালামুআলাইকুম।

আজ মাগরিবের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত আমরা কিছু ভাই টিংবিয়া মসজিদে দ্বীনি আলোচনা করছিলাম যেখানে বিষয় ছিল মৃত্যু। সবাই নিজ নিজ অভিজ্ঞতা থেকে শেয়ার করছিলেন। একজন ভাই বল্লেন আল্লাহ কোরআনে বলেছেন যার সারমর্ম হলো,আমরা যে রাতে ঘুমাই এর পর সকালে উঠি আবার কেউ উঠিনা অর্থাত আল্লাহ নাকি আমাদের রুহ নিয়ে জান কাউকে ফেরত দেন আবার কাউকে ফেরত দেন না।

আসলে তাই, আজ থেকে ১৩/১৪ বছর পূর্বে আমার ইমেডিয়েট বড় বোন ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন যাঁর দুই মাসের একটি বাচ্চা ছিল। আসলে প্রতি নিয়ত এরকম ঘটনা আমাদের আসে পাসে ঘটছে।

আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহন করি আর রাতে ঘুমানোর আগে আত্বসমালোচনা করি যদি গুনাহ করে থাকি তবে আল্লাহর কাছে ক্ষমা চাই আর ভাল কাজ করে থাকলে আরো যেন ভাল কাজ করতে পারি তার জন্য উনার সাহায্য চাই।

আল্লাহ আমাদের সবাইকে উনার দ্বীনি পথে কবুল করুন। আমিন।

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291353
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৩
পিপীলিকা লিখেছেন : Praying Praying Praying Ameen . Good Luck
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪২
235001
মিজবাহ লিখেছেন : আমিন
291354
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৪
মাটিরলাঠি লিখেছেন :
আল্লাহ আমাদের সবাইকে উনার দ্বীনি পথে কবুল করুন। আ-মী-ন। Good Luck Good Luck
291359
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৩
মিজবাহ লিখেছেন : আমীন
291438
০৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৪
যা বলতে চাই লিখেছেন : মৃত্যুই হল জীবনের সবচাইতে নিশ্চিত বিষয়। এর ভয়ংকর অনিশ্চয়তা হল কখন সে আসবে কেউ জানে না অর্থাৎ আগমনের সময়কাল। আল্লাহ্ তাআলা সকলকে হটা মৃত্যু বা কষ্টকর মৃত্যু থেকে রক্ষা করুণ। আমিন।
০৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
235701
মিজবাহ লিখেছেন : আল্লাহ আমােদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তওফিক দান করুন। আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File