মুসলিমদের বুঝে কোরআন পড়া কি জরুরী?
লিখেছেন লিখেছেন মিজবাহ ১৮ নভেম্বর, ২০১৪, ১১:৫৯:৫৬ সকাল
একটু যদি ভাবি.......
বাজার থেকে আমরা মেনুওয়েল নির্ভর কোন জিনিস কিনে থাকি। এই মেনুওয়েল ছাড়া আমাদের ঐ জিনিসটা বাসায় ঠিকভাবে সেট করা কঠিন হয়ে উঠে।মেনুওয়েলটা হাতের কাছে থাকলে চলবেনা তা বুঝতে হবে অর্থাত ঐ মেনুওয়েলের অন্ততপক্ষে ভাষাটা বুঝতে হবে তাহলে আমার উদ্দেশ্য সফল হবে আবার অন্যদিকে রোগ নিরাময়ের জন্য ডাক্তার থেকে প্রেসক্রিপশান নিয়ে তা পানি দিয়ে চুবিয়ে ঐ পানি পান করলে রোগ নিরাময় হবেনা। প্রেসক্রিপশান নিয়ে ডিসপেন্সারি থেকে ওষুধ কিনে শুধু খেলে চলবেনা,ভরা পেটে না খালি পেটে খেতে হবে তাও দেখা জরুরী। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামীন আমাদের জীবন পদ্ধতি পরিচালনা করার জন্য একটি মেনুওয়েল বা প্রেসক্রিপশান বা কোরআন দিয়ে দিয়েছেন তা যদি আমরা শুধু আরবি পড়ি তবে জীবন পদ্ধতি সঠিক পথে পরিচালনা করা অসম্ভব কারণ আরবী আমার ভাষা না।যুগে যুগে অনেক মানুষ কোরআন বুঝে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন যার হার এই বর্তমান আধুনিক বিশ্বে বেশ উল্লেখযোগ্য।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দেশেও আজ সর্বত্র বর্বরতা বিরাজ করছে, কোরআনের শিক্ষা নাই বলেই তা হচ্ছে। কো্রআন মানুষকে পরিবর্তন করে দেয় বলেই, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী 'জন মেজর' সংসদে কোরআন হাতে নিয়ে ঘোষনা করেছিলেন যে, এই বই থেকে মানুষকে দূরে রাখতে হবে, তবেই তারা কাঙ্খিত সাফল্য পাবে।
এই কথা তিনি না বুঝে পড়া ওয়ালা মানুষদের জন্য বলেন নি। যারা বুঝে পড়ে তাদের উদ্দেশ্য করেই বলেছিলেন। না বুঝে কোরআন পড়া ব্যক্তি আর না বুঝে গীতা পাঠ করা ব্যক্তির মাঝে ইমানের তফাৎ ব্যতীত আর তেমন কিছুই নাই। অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন