মসজিদে মহিলাদের সালাত আদায় করা কি ইসলামে নিষেধ?

লিখেছেন লিখেছেন মিজবাহ ২৭ জুলাই, ২০১৪, ০৪:৪৫:৫৯ বিকাল

ডেনমার্কে (আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য ইউরোপিয়ান দেশে ) প্রচুর মহিলা মুসল্লি তারাবির সালাত সহ অন্যান্য ওয়াক্তি সালাতে মসজিদে সালাত আদায় করতে আসেন অথচ আমাদের দেশে বোনেরা রমজানে মার্কেটে গিয়ে প্রচন্ড ধাক্কাধাক্কি করে শপিং করার ক্ষেত্রে নাজায়েজ না কিন্তু মসজিদে যাওয়া যাবেনা !! খুব কম সংখ্যক মসজিদে বোনদের সালাতের ব্যবস্থা আছে। যা মোহাম্মদ (স) মানা করেননি আমরা কেন মানা করছি?

এক্ষেত্রে মওলানারা কি দায়িত্ব এড়াতে পারেন?

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248772
২৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৭
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : https://www.facebook.com/WomenWillPrayInTheMosquesRegularly এই পেজে মহিলারা মসজিদে কেন যেতে পারছে না তার কারণ বিস্তারিত বর্ণণা করা হয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি বলা হয়েছে ।

মহিলা কেন ঈদের নামাজ পড়বে এবং নিয়মিত মসজিদে নামাজ পড়বে - এই সম্পর্কে আমি একটা লেখা লিখেছি । এই লিংকে যেয়ে সবাই দেখতে পারেন :
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/1864/fakhrul/50096

এতে আমাদের দোজাহানের অশেষ নেকি হাসিল হবে । আশা করি সবাই পড়বো ।
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১২
193275
মিজবাহ লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান
248799
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
তুহিনুল ইসলাম লিখেছেন : মওলানাদের সাথে আমাদের দায়িত্বও কি কম..?
২৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
193277
মিজবাহ লিখেছেন : জি ভাই আমাদেরও দায়িত্ব আছে তবে উনাদের কথা সমাজের মানুষ বেশী গুরুত্ব দেয়।

জাজাকুম আল্লাহ খাইরান
২৭ জুলাই ২০১৪ রাত ০৮:৩১
193350
আবু সাইফ লিখেছেন : মাওলানা রায় দিতে পারেন- যদি সেটা কার্যকর করার মত মানুষ খাড়া থাকে!! শুধু শুধু রায় দিয়ে সমস্যা বাড়ানোতে লাভ কী??

আপনি আমি যদি এটা বাস্তবায়নে খাড়া থাকি, মাওলানারা সাথে থাকবেন

খুব ভালো ফলনেও দু-চারটা চিটা/মরা হয়, সেগুলো ধর্তব্য নয়!
আসল সমস্যা সাহসী মানুষের অভাব!!
সবাই চায়- কেউ করুক!!
249118
২৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
মিজবাহ লিখেছেন : আলহামদুলিল্লাহ এখন ঢাকায় অনেক মসজিদে বোনদের সালাতের ব্যবস্থা আছে ফলে শপিং করতে গেলে ভাইয়েরা বউদের মসজিদের সামনে রেখে নিজেকে সালাত আদায় করতে হবেনা।

সচেতনতা বাড়ছে..........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File