বাচ্চাদের কার্টুন দেখা থেকে বিরত রাখার ক্ষেত্রে ভাইদের কাছ থেকে পরামর্শ চাই

লিখেছেন লিখেছেন মিজবাহ ২২ মার্চ, ২০১৪, ০৩:১৬:১৫ দুপুর

আজকাল বাচ্চাদেরকে কার্টুন দেখা থেকে বিরত রাখা অস্বাভাবিক ব্যাপার। কার্টুন দেখার সময়টি কিভাবে কমানো যায় বা আপনাদের কাছে কোন কার্টুনের সোর্স আছে যা দেখলে তাদের দুনিয়াবি এবং আখেরাতে উপকারে আসবে। আমার বিশ্বাস পিতা-মাতা বাচ্চাদের প্রচুর সময় দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196162
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
হতভাগা লিখেছেন : এ ক্ষেত্রে বোনদের কাছেই তো ভাল পরামর্শ পাবার কথা , কারণ তারাই তো সন্তানদের সাথে বেশী সময় থাকে । ফলে কিভাবে বাচ্চাদেরকে কার্টুন বিমুখ করতে হবে তা তো আপুরাই ভাল জানবে।
২৩ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
146657
মিজবাহ লিখেছেন : দু:খিত ভুল হয়ে গেল ভাই। ধন্যবাদ পরামর্শের জন্য।
196163
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো পরামর্শ দিলেন ভাই কিন্তু বাবা মাই তো সময় পায় না।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫২
146317
মিজবাহ লিখেছেন : ঠিকই বলেছেন ভাই। আমরা অনেক ব্যস্ত !! এখন সময় হবেনা আর যখন সময় হবে তখ ন বাচ্চাদের কাছে পাওয়া যাবেনা। তখন বুঝবেন বাবা-মারা কষ্ট কাকে বলে !!
196170
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৯
ডঃ আবুল কালাম আজাদ লিখেছেন : সালাম নিবেন। বাচ্চাদেরকে কার্টুন থেকে একেবারেই বিচ্ছিন্ন করা তো কঠিন হবে। তবে, এটা কমানোর জন্যে তাদেরকে অন্য কাজে ব্যস্ত রাখা যায়। যেমনঃ অনেক রং-তুলি কিনে দিয়ে বিভিন্ন জিনিস কালারিং করানো, বই পড়ান, অন্যান্য বুদ্ধিবৃত্তিক খেলনা কিনে দেওয়া। স্কুলে অনেক ধরণের খেলনা থাকে, তবে, এক খেলনা সপ্তাহে মাত্র একবার দেওয়া হয়। বাসায়ও বয়েস অনুযায়ী অনেক খেলনা রাখা যেতে পারে।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
146319
মিজবাহ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম। অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।

জাজাকুম আল্লাহ খাইরান।
196192
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো পরামর্শ দিলেন ভাই কিন্তু বাবা মাই তো সময় পায় না।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
146320
মিজবাহ লিখেছেন : ঠিকই বলেছেন ভাই। আমরা অনেক ব্যস্ত !! এখন সময় হবেনা আর যখন সময় হবে তখ ন বাচ্চাদের কাছে পাওয়া যাবেনা। তখন বুঝবেন বাবা-মারা কষ্ট কাকে বলে !!
196254
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১০
আল সাঈদ লিখেছেন : টিভি না থাকলে কেমন হয়।
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
146365
মিজবাহ লিখেছেন : ভাই আমার বাসায় টিভি নেই কিন্তু কম্পিউটারতো আছে ! আমরা শেয়ার করি আমাদের সন্তানদের কীভাবে একজন আদর্শ সন্তান হিসেবে গড়তে পারি।

ধন্যবাদ
196271
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
মিজবাহ লিখেছেন : ফেইসবুকেও শেয়ার করেছিলাম। একভাইয়ের পরামর্শ নিম্নরূপ:

আমার কাছে মনে হয় বাচ্চারা কার্টুন দেখে তখনই যখন আমরা তাদের সময় দিতে পারি না। আবার যখন তারা খাবার খায় তখন দেখে।আমরা ভাবি, খাবার টা তো খাচ্ছে। সুতরাং আমি মনে করি যদি আমরা বেশি বেশি সময় তাদের দিতে পারি তাহলে তাদের কার্টুন দেখা কমে যাবে। সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে খাবার খেলে কিন্তু বাচ্চাদের খাওয়া হয়ে যায়। আবার কার্টুন না দেখে ওদের সাথে খাতা কলম নিয়ে বসলে খুব আগ্রহ নিয়ে শিখতে চায়।

আবার অনেক ভালো সফটওয়্যার অথবা এপ্লিকেশন আছে যেগুলো ওদের দেওয়া যেতে পারে।

হা, কার্টুন ও দেখতে পারে, তবে সেটা হালাল হওয়াটা জরুরী। আমরা দেখতে দেওয়ার আগে এডিটিং করে দিতে পারি।
196398
২২ মার্চ ২০১৪ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একবারে বিচ্ছিন্ন রাখা কঠিন এবং ঠিক ও নয়। কিছুটা মোটামুটি ভাল কার্টুন যেমন টম এন্ড জেরি দেখা যায়। যেটা উচিত বাচ্চাদের এমন আকর্ষনিয় কিছু দেয়া যেটা তাদের ভাল লাগবে।
196420
২৩ মার্চ ২০১৪ রাত ১২:২২
মিজবাহ লিখেছেন : ভাই আমিও বিচ্ছিন্ন রাখার পক্ষ্যে না কিন্তু কার্টুন দেখার সময়টা যত পারা যায় তত কমানো উচিত। কিন্তু কিভাবে?

আমি ব্যক্তিগতভাবে টম এ্যান্ড জেরির পক্ষে না কিন্তু শিক্ষামূলক কার্টুনের পক্ষে।

ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File