অর্থসহ কোরআন না পড়ে এবং তা মানার চেষ্টা না করলে কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব?
লিখেছেন লিখেছেন মিজবাহ ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩১:৫৮ দুপুর
আমার কলিগদের সাথে কাজের ফাঁকে মাঝে মধ্যে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা হয়। এক কলিগ আমাকে বলে তুমি কি আরবি বলতে পার বা বুঝ? আমি বল্লাম পড়তে পারি। সে বল্লো তাহলে তোমাদের কোরআন পড়ে লাভ কি? কারণ তুমিতো বুঝনা!! পরে বল্লাম আমি অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করি এবং তা মানার চেষ্টা করি।
সো আমরা যারা এখনো কোরআন অর্থসহ বুঝে ও মানার চেষ্টা না করি তবে কীভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব?
বিষয়: বিবিধ
১৪৩৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"পরে বল্লাম আমি অর্থসহ বুঝে পড়ার চেষ্টা করি এবং তা মানার চেষ্টা করি।"
এই লিংকে কোরআনের একটি সংক্ষিপ্ত তাফসির সহ অনুবাদ (বেশিরভাগ হাদিস গুলো বুখারী মুসলিম থেকে নেয়া)পাওয়া যাবে। এন্ড্রয়েডে কপি করে পড়ার জন্য খুবই সুন্দর ।
সবার সাথে শেয়ার করতে পারেন।
জাজাকাল্লাহুখায়রান।
১২১.) যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে। তারা তার ওপর সাচ্চা দিলে ঈমান আনে। আর যারা তার সাথে কুফরীর নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত।
৮২.) তারা কি কুরআন সম্পর্কে চিন্তা-ভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো, তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেতো।
২৪.) তারা কি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা করেনি, নাকি তাদের মনের ওপর তালা লাগানো আছে?
অর্থাৎ হয় এসব লোক কুরআন মজীদ সম্পর্কে চিন্তা-ভাবনা ও গবেষণা করে না। কিংবা চিন্তা-ভাবনা করার চেষ্টা করে কিন্তু তার শিক্ষা এবং অর্থ ও তাৎপর্য তাদের মনের গভীরে প্রবেশ করে না। কেননা, তাদের হৃদয়-মনে তালা লাগানো আছে। বলা হয়েছে, “মনের ওপরে তাদের তালা লাগানো আছে” একথাটির অর্থ হচ্ছে, তাদের মনে এমন তালা লাগানো আছে যা ন্যায় ও সত্যকে চিনে না এমন লোকেদের জন্যই নির্দিষ্ট।
জাজাকুম আল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন