বাচ্চাদেরকে ছোটকাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের ব্যাপারে অভ্যস্থ করা এবং উতসাহ দেওয়া।

লিখেছেন লিখেছেন মিজবাহ ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩৮:৩৯ দুপুর

আমাদের উচিত বাচ্চাদেরকে ছোটকাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের ব্যাপারে অভ্যস্থ করা এবং উতসাহ দেওয়া।

যেমন:

- ঈদের সময় কাপড় ক্রয় করলে সন্তাদেরকে বলা আচ্ছা তুমি যে দামে জামা কিনবে তা না কিনে আরেকটু কম দামে কিনে তোমার আরেকজন বন্ধু(আত্বিয়) যাদের বাবা-মার আর্থিক অবস্থা ভাল তাকে ঈদের উপহার দিতে পার আর সেক্ষেত্রে বাচ্চারাও ভাল অনুভব করবে।

- ঠিক তেমনিভাবে অন্য সময়ও খেলনা কেনার ক্ষেত্রেও আমরা এই পদ্ধতিটি চিন্তা করতে পারি।

- আমরা অনেকে বাচ্চাদেরকে মাটির ব্যাংক কিনে দিই যাতে করে তারা বাবা-মার খোচরা কয়েনগুলো ব্যাংকে রাখতে পারে যাতে করে পরে ঐ টাকা দিয়ে বাচ্চাদেরকে কিছু কিনে দিই। এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে দুটি ব্যাংক কিনে দিতে পারি এবং বলতে পারি একটি তোমার জন্য আরেকটি তোমার গরীব বন্ধুদের জন্য। আশা করা যায় তার মধ্যে দিন দিন কর্তব্য পরায়ন হচ্ছে।

মনে রাখতে হবে আমাদের উপরে গরীবের হক রয়েছে যা কাল কেয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্নের সম্মুখিন হতে হবে!! ভাই কম দামে বাচ্চাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিষ কিনে দিলে সামাজিকভাবে মর্যাদাহানি হয়না বরং মর্যাদা বাড়ে যদি কিনা গরীব মানুষের কথা আমরা চিন্তা করি।

চলুন একটি ভিডিও দেখি, চোখের পানি ধরে রাখতে পারবেননা:: https://www.facebook.com/photo.php?v=1439519962939897&set=vb.313150198785409&type=2&theater

বিষয়: বিবিধ

১৩২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File