মহিলাদের হিজাব প্রসংগ:

লিখেছেন লিখেছেন মিজবাহ ২৪ আগস্ট, ২০১৩, ০১:০৭:১১ দুপুর

প্রথমত: আমাদের দেশে দেখা যায় মায়েরা সুন্দরভাবে হিজাব করছেন আর মেয়েদের ক্ষেত্রে তার উল্টো। বলা হয়ে থাকে বিয়ের পরে হিজাব পড়বে!!??

দ্বিতীয়ত: আমাদের অনেক বোন আছেন যারা ঘরের বাইরে গেলে হিজাব করেন কিন্তু বাসায় করেননা মেহমানদের সামনে।

তৃতীয়ত:কেউ কেউ বলেন: এসব হিজাব করার দরকার কি? মনের হিজাবতো আসল হিজাব।

এবার আসি আল্লাহ কি বলেন:

‘আর মুমিন নারীদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে। আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পার’। {সূরা আন-নূর, আয়াত : ৩১}

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File