মুসলমান মুসলমান ভাই ভাই হউক ভিন্ন দেশী.....

লিখেছেন লিখেছেন মিজবাহ ০৮ আগস্ট, ২০১৩, ০৫:২১:৩৪ সকাল

হাউসিং কোম্পানি থেকে আজ বাসায় এসেছিল এক ভদ্রলোক বাসার কিছু জিনিস মেরামত করার জন্য।কাজ শেষে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোন দেশ থেকে এসেছ ডেনমার্কে ? বল্লাম বাংলাদেশ থেকে। আবার বল্লো তুমি কি মসলমান? কারণ আমার দাঁড়ি দেখে তার মনে হলো আমি মুসলমান হতে পারি। মসলমান বলার পর আমাদের ব্যবহার কেন জানি অন্য রকম হয়ে গেল। মনে হলো কত আগের পরিচয়!! কত আপন!! মনে পড়ে গেল সাইফুল্লাহ মনসুরের একটি ইসলামি গান.. "মুমিন রা তো ভাই ভাই, বলেছে কোরআন............."

হে আল্লাহ আমাদের তুমি কবুল করো যেন আমরা সব মুসলমান একটি বড় পরিবার হিসেবে জীবন যাপন করতে পারি।আমিন।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File